দেশের সময় ওয়েবডেস্কঃ শীত বিদায় নিচ্ছে!‌(winter)

অথচ ঠাণ্ডার লেশমাত্র নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির পারদ ছুঁয়েছিল বুধবারই। ২৪ ঘণ্টা পরেও পরিস্থিতি একইরকম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। যদিও বুধবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে সামান্য। 

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার যা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা এরকমই থাকবে। তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা এখনও অবধি দেখা যাচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। 

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশ।

তবে ধীরে ধীরে শীত কমলেও গ্রামাঞ্চলের দিকে কুয়াশার দাপট রয়েছে। অন্যদিকে, উত্তরের পাহাড়ি এলাকায় হাল্কা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আপাতত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। এরপরই শেষ হবে শীতের মরশুম।

উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া, অন্যান্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে। তবে পার্বত্য অঞ্চল ব্যতীত অন্য কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এবং মুর্শিদাবাদে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ক্রমশ পরিষ্কার হয়ে যাবে।

এভাবেই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে রাজ্যে। এরপর ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে শীত। তবে কলকাতায় যে এতদিন সকাল-সন্ধে শীতের আমেজ ছিল, তা আস্তে আস্তে কমে যাবে। বলা ভাল, শহর থেকে এবার কার্যত বিদায় নেবে শীত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here