দেশের সময় কলকাতা :তাহলে কি শীত পড়ে গিয়েছে বঙ্গে? নাকি পড়তে চলেছে? এই প্রশ্ন এখন অনেকের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তবে দুপুরের দিকে গরম লাগছে ভালই, যা মোটেই শীতকাল সুলভ নয়। তাহলে কি শীত পড়েনি? দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন আমজনতা। আসুন দেখে নিই কি বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শীত কি পড়েছে? না পড়েনি? আদৌ কবে পড়বে? এ বিষয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা কি বলছেন দেখে নেওয়া যাক।

আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির স সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ; সকাল সন্ধ্যা শীতের আমেজেই কাটবে পুজোর মরশুম। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু নামতে পারে। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ। তবে পাকাপাকি ভাবে শীত নয় এসপ্তাহেও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

কলকাতায় আজ, মঙ্গলবার পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা । বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও হতে পারে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শুক্র ও শনিবার অর্থাৎ উইকেন্ডে ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

শীতের অনুকূল পরিস্থিতি রাজ্যে। আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকবে। রাতের তাপমাত্রা কমবে। শীতের আমেজ বাড়বে। জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি হবে। ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলায়। কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে এই সপ্তাহে। কলকাতাতে আগামী ২৪ ঘণ্টায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকবে। সপ্তাহের শেষ দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাবে।

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। এই সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে; বাড়বে শীতের আমেজ। আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার।

দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে। সঙ্গে রয়েছে একটি অক্ষরেখা। একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাডু উপকূল এলাকায়। অন্য ঘূর্ণাবর্তটি রয়েছে পুরোপুরি কোমোরিন এলাকায়। একটি পূবালি অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় পর্যন্ত।

দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা-সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ। আজ জগদ্ধাত্রী পুজোর দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দার্জিলিং ও কালিম্পং-এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

শীত নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
পশ্চিমী ঝঞ্ঝার অভাব এখনও পর্যন্ত উত্তরবঙ্গের সমতলে শীতকে স্থায়ী আস্তানা গড়ে দিতে পারেনি। সিকিম আবহাওয়া দপ্তরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই সময় পাহাড়ি অঞ্চলে পশ্চিমে ঝঞ্ঝার প্রবেশ ঘটে। এ কারণে উত্তুরে হাওয়া ঢুকে শীত ভাব বাড়াতে থাকে। তাপমাত্রা পড়ে যায় অনেকটাই। এ বছর বিক্ষিপ্ত ভাবে ঢুকলেও পাকাপাকিভাবে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে না। সে কারণে এখনো শীত পড়েনি।


কবে পড়বে শীত?
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আপাতত শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে শীত হয়তো ঢুকবে না। ডিসেম্বরের শুরুতে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার উপর নজর রাখতে হবে।

দুর্গাপুজোর আগেই সিকিমে তুষারপাত হয়ে গিয়েছে মরশুমের প্রথমবারের মতো. আবার কালীপুজোর আগে নাথুলা, ছাঙ্গুর মতো কিছু জায়গায় তুষারপাত হয়েছে। তবে ফের আবহাওয়া বিগড়েছে খানিকটা। ফলে আপাতত তুষার তো দূর জাঁকিয়ে ঠান্ডাও পড়ছে না। দার্জিলিঙে গড় তাপমাত্রা এখন ১৪ ডিগ্রি, যা শীতকাল সুলভ নয়। সমতলের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তাই আপাতত শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here