অর্পিতা বনিক , বনগাঁ : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ২৫ বৈশাখ বনগাঁ পুরসভার উদ্যোগে জ্যোতিশ্মরমের পরিচালনায় নীলদর্পণ পেক্ষাগৃহে ছবি ,নাচ,গান , কবিতায় কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন অসংখ্য চিএ , সংগীত ও নৃত্য শিল্পী সহ কবি সাহিত্যিকেরা ।

দেখুন ভিডিও

এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির মনে ও মননে সব সময় জাগরূক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। চলতে–ফিরতে, বিভিন্ন ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান, উৎসবে রবীন্দ্রসংগীতের সুর কানে আসে। সংকটে তাঁর বাণী অতীতের মতো এখনো প্রেরণার উৎস। সত্যের পথে চলতে, অন্যায়ের প্রতিবাদে কেউ পাশে না থাকলেও অভীষ্ট লক্ষ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে একাই এগিয়ে যাওয়ার সাহস জোগান তিনি।

এমন আরও অনেকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনঘনিষ্ঠ হয়ে আছেন। তাঁর গান গেয়ে ধন্য হয়েছে এ দেশের মানুষ। আজ কবিগুরুর জন্মদিন ‘রবীন্দ্রজয়ন্তী’ উৎসব হিসেবে উদ্‌যাপিত হল দেশজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here