https://www.facebook.com/narendramodi/videos/597494914077091/

ওম বিড়লাকে স্পিকারের আসন অবধি পৌঁছে দিলেন মোদী:

প্রত্যাশামতো বুধবার লোকসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপির সাংসদ ওম বিড়লা। বিরোধীরাও তাঁকে সমর্থন করেছেন। তাঁকে স্পিকার করার প্রস্তাব পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচিত হওয়ার পরে মোদীই তাঁকে স্পিকারের আসন অবধি পৌঁছে দিয়ে আসেন।

পরে মোদী বলেন, সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ওম বিড়লাজিকে অভিনন্দন জানাই। আজ লোকসভার গর্বের দিন। ওম বিড়লার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সাংসদ হিসাবে আপনি যেভাবে কাজ করেছেন, জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তা প্রশংসনীয়। রাজস্থানের উন্নয়নে আপনার যথেষ্ট অবদান আছে। আপনার অক্লান্ত পরিশ্রমে কোটার মতো একটি ছোট্ট শহর যথেষ্ট উপকৃত হয়েছে।

গুজরাতে ভূমিকম্পের কথা উল্লেখ করে মোদী বলেন, তিনি কেবল রাজস্থানের জন্যই কাজ করেছেন এমন নয়। ভূকম্প দুর্গত ভুজের পুনর্নির্মাণের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

এই নিয়ে তিনবার কোটা থেকে নির্বাচিত হলেন ওম বিড়লা। তিনি বিজেপির সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here