দেশের সময় অবশেষে এসে গেল মাহেন্দ্রক্ষণ। রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে। চলছে পুজোর আচার-অনুষ্ঠান। নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত অযোধ্যা নগরী।

‘অভিজিৎ মুহূর্ত’! মাত্র ৮৪ সেকেন্ডেই হবে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’! কেন বিশেষ এই সময় বাছলেন মোদী?
‘প্রাণপ্রতিষ্ঠা’ ৮৪ মিনিটে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলবে ৫০ মিনিট ধরে। দুপুর ১টা নাগাদ উদ্বোধন অনুষ্ঠান সেরে অযোধ্যার জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।

রাম অর্চনা মোদী-যোগীর
রামলালার প্রাণ প্রতিষ্ঠার অর্চনা চলছে। পুজোয় সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আকাশ থেকে পুষ্পবৃষ্টি
রাম মন্দিরের ভিতরে চলছে প্রাণ প্রতিষ্ঠার পুজো। সেই মুহূর্তেই আকাশ থেকে করা হল পুষ্পবৃষ্টি।

অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে উন্মাদনার ঝড় উঠেছে দেশজুড়ে। সকালেই রাম মন্দিরে হয়েছে প্রাণ প্রতিষ্ঠার পুজো-আচার। দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নিজেই। গর্ভগৃহে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে আসছেন হাজারো অতিথি। রাজনীতিবিদ থেকে অভিনেতা, খেলোয়াড়-সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেনন এই অনুষ্ঠানে।

মন্দিরের মাথায় কম্যান্ডো, নীচে এক ঝাঁক তারকা, চলছে রাম নাম

রাম গানে শঙ্কর মহাদেবন ও
ভজন গাইলেন সোনু নিগম
রামমন্দিরে সস্ত্রীক মুকেশ অম্বানী
কাশ্মীরি পণ্ডিতদের হয়ে আমি এসেছি! অযোধ্যা পৌঁছে অনুপম খের বললেন, ‘এটাই আসল দীপাবলি’
কেউ জীববিজ্ঞানী তো কেউ মনোবিজ্ঞাণী, রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’ দেখতে হাজির বিদেশি সন্ন্যাসিনীরাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here