সুরঞ্জন বিশ্বাস

সময় পা বাড়িয়েছে
বছরের সীমানা পেরিয়ে ،
অবিরাম অবিশ্রান্ত চলায়
নেই কোন ক্লান্তি অবসাদ ;
মানুষ দিন-মাস-বছর ،
গুণে গুণে ক্লান্ত নিরুপায়ে ،
নিজেকে ডুবায় অবভাসে ،
আশ্রয় চায় কৃত্রিম বুদ্ধিমত্তার
কাছে ، নিষ্কৃতি বিলাসে
কাব্য – কবিতা নিয়ে
দার্শনিক প্লুটো সংশয়াপন্ন ،
তবুও আবেগ – বুদ্ধি কখনও
হয়নি খান্ত ، হয়নি আপন্ন
মানব মণীষা এগিয়ে চলেছে ،
সৃজন এর মসৃণ অভ্যাসে
কে আধুনিক ، কি উত্তর – সত্য
তাতে কি যায় – আসে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here