দেশেরসময় কলকাতা  বুধবার থেকে আবারও গরম ফিরবে স্বমহিমায়। শুধু ফিরবেই না, একেবারে জ্বালিয়েপুড়িয়ে দেবে গাঙ্গেয় বঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। স্বস্তি পাবে না পাহাড়ও। উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে, বাড়বে গরম।
তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

আজ মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি।

বুধবার থেকে আবার তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল শুরু হবে। আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণের অন্তত ছয়টি জেলায়। বাকি জেলায় মডারেট বা মৃদু তাপপ্রবাহ হবে। হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

আগামিকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলাতে।

বৃহস্পতি ও শুক্রবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ঊর্ধ্বে। ৯ জেলাতে অতি তীব্র তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম, কলকাতায় চরম তাপপ্রবাহ চলবে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৬ এপ্রিল শুক্রবার। ঘূর্নাবর্ত রয়েছে বাংলাদেশ, গাল্ফ অফ মায়ানমার এবং অসম সংলগ্ন এলাকায়।

উত্তর-দক্ষিণ অক্ষরেখা উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তীসগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত। যেটি তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসিমার উপর দিয়ে গিয়েছে। এর জেরে আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না।

উত্তরবঙ্গেও গরম বাড়বে আগামী কয়েকদিন। সমতলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ এই দুই জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি   হবে মঙ্গলবার। বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও বুধবার থেকে বৃষ্টি কমবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here