সৃজিতা শীল , কলকাতা:

ভেঙে যাচ্ছে একের পর এক যৌথ পরিবার। একটা সময় যে পরিবারে ছিল ঠাকুর দালান, নাট মন্দির সেসব ভেঙে গড়ে উঠছে বহুতল। কিন্তু ফ্ল্যাটে কী আর অত বড় দুর্গা ঠাকুর হতে পারে? অগত্যা দুর্গা ঠাকুরের আকৃতি কমতে কমতে একেবারে ২ ফুটে এসে ঠেকেছে। কলকাতার কুমোরটুলিতে তৈরি হচ্ছে এই দু ফুটের দুর্গা প্রতিমা। তার মধ্যেই মা দুর্গা রয়েছেন।

শিল্পীর হাতের ছোঁয়ায় রূপ পায় দেবী দুর্গা। যৌথ পরিবার নিয়ে একসঙ্গে দেবী আসেন ছোট্ট পরিবারে।সেখানেই পূজিতা হন দেবী দুর্গা। এবারও কুমোরটুলিতে এসে ক্রেতারা খোঁজ করছেন এই ছোট সাইজের দুর্গা।

কারা কিনছেন এই ছোট সাইজের প্রতিমা? দেখুন ভিডিও

শিল্পী স্বপন পাল(বঙ্কিম ) বলছেন, বাংলার বহু জমিদার বাড়ি বা বনেদি পরিবার গুলো ছিল একান্নবর্তী অর্থাৎ হাতের পাঁচটি আঙুল ছিল একসঙ্গে এক মুঠো চাল এক হাড়িতে ফুটতো ৷ এখন সমাজ বদলেছে হাতের আঙুল টুকরো হয়েছে ৷ সব ছড়িয়ে ছিঁটিয়ে যাচ্ছে ৷ ঠাকুরের দৈর্ঘ্য কমেছে ৷ তবে সংখ্যায় বেড়েছে৷ মূলত ফ্ল্যাটের পুজোয় এই ধরনের ছোট সাইজের প্রতিমা যাচ্ছে। বহু যৌথ পরিবার ভেঙে  গিয়েছে। ফ্ল্যাটের স্কোয়ার ফুটের অন্দরে বাঁধা তাঁদের জীবন।  লোকবল, অর্থবল দুটোই কমে গিয়েছে। কিন্তু বনেদি বাড়ির পুজোর ঐতিহ্যটা তাঁরা ধরে রাখতে চান। সেকারণে মিনি দুর্গার খোঁজ তাঁরা করেন। তাঁদের জন্য কুমোরটুলিতে আমার মতো আরও প্রতিমা শিল্পীরা তৈরি করছেন মিনি দুর্গা।

শিল্পী স্বপন পাল ‘দেশের সময়’কে জানিয়েছেন, ২ ফুট থেকে ৫ ফুট পর্যন্ত দুর্গা প্রতিমাও তৈরি হয়।কলকাতার পাশাপাশি বেঙ্গালুরু, দিল্লিতে এই ধরনের প্রতিমা যায়। মূলত ফ্ল্যাটে ও ছোট পরিবারে পুজোর জন্য এই ধরনের ছোট প্রতিমা দরকার লাগে। স্বপন বাবু আরও জানান, ছোট দুর্গা প্রতিমার দাম শুরু হচ্ছে সাড়ে ৮ হাজার টাকা থেকে। অপূর্ব সুন্দর দেখতে এই দুর্গা প্রতিমা।একটি প্রতিমা তৈরি করতে অন্তত এক মাস সময় লেগে যায়। 

শিল্পীর হাতের ছোঁয়ায় রূপ পায় দেবী দুর্গা।
এবারও কুমোরটুলিতে এসে ক্রেতারা খোঁজ করছেন এই ছোট সাইজের দুর্গা। ছোট দুর্গা পুজো করতেও সুবিধা আবার ঘরে রাখতেও সুবিধা। অন্যদিকে বিসর্জন দিতেও সুবিধা এই প্রতিমার। 

বিশ্ব বাংলার জন্য ছোটো দুর্গা প্রতিমার কাজ করছেন কুমোরটুলির শিল্পী স্বপন পাল (বঙ্কিম)। এই বছর বিশ্ব বাংলার বিভিন্ন স্টলে এই দুর্গা প্রতিমাগুলি রাখা হবেবলে জানান তিনি ৷ কুমোরটুলিতে ছবি তুলেছেন -শুভেন্দু ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here