দেশের সময় ওয়েবডেস্কঃ দিল্লির বিধানসভার মতোই পুরসভাতেও আপ-রাজ৷

গত ১৫ বছর ধরে বিজেপি-র দখলে থাকা দিল্লি পুরনিগমও দখলের পথে অরবিন্দ কেজরিওয়ালের দল৷

দিল্লি পুরভোটের গণনা যত এগোচ্ছে, রাজধানীর বুকে ততই আম আদমি পার্টির দাপট স্পষ্ট হচ্ছে৷ বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিলেও দিল্লি পুরসভা তাদের হাতছাড়া হওয়া একরকম নিশ্চিত৷ একই সঙ্গে আপ এবং বিজেপি-র ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস৷

‘‘দিল্লির রণাঙ্গনে ছোট দল আম আদমি পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল বিজেপিকে হারিয়ে দিচ্ছে। এটা থেকে একটা বার্তা স্পষ্ট, মানুষ বিজেপিকে চাইছে না।’’ বললেন আপ সাংসদ রাঘব চাড্ডা। 

গণনার সর্বশেষ ফল অনুযায়ী, দিল্লি পুরসভার ২৫০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৩২টিতে এগিয়ে রয়েছে আপ৷ বিজেপি এগিয়ে ১০৩টি আসনে৷ কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র দশটি আসনে৷ ইতিমধ্যেই ১৪টি আসনে জয় পেয়েছেন আপ এবং প্রার্থীরা৷ ২টি আসনে জয় পেয়েছে কংগ্রেস৷

জয়ের ইঙ্গিত পেতেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আম আদমি পার্টির দফতরে৷ দিল্লি পুরসভা যে এবার আম আদমি পার্টির দখলে আসতে চলেছে, এক্সিট পোলেই সেই ইঙ্গিত মিলেছিল৷ যদিও বিজেপি নেতারা তা মানতে চাননি৷

আগামিকাল গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ দুই রাজ্যে আপ বিজেপি-কে কতটা বেগ দিতে পারবে তা জানতে আরও চব্বিশ ঘণ্টা অপেক্ষা করতে হবে৷ তার আগে রাজধানীর বুকেই ফের একবার নরেন্দ্র মোদি- অমিত শাহদের জোর ধাক্কা দিলেন অরবিন্দ কেজরীওয়াল৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here