অর্পিতা বনিক , বনগাঁ:

দুয়ারে শারদ উৎসব ৷ এদিকে রোদের দেখা নেই , পুজো মন্ডপ থেকে প্রতিমা গড়ার কাজে বাঁধ সাধলো একনাগাড়ে নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টি। মাথায় হাত প্রতিমা শিল্পী- উদ্যোক্তাদের ৷ তবে বাঙালির দুর্গা পুজো বলে কথা ৷ হার মানতে না রাজ – শিল্পী থেকে উদ্যোক্তারা৷ বৃষ্টি কমতেই দল বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন পুজোর জন্য ৷

বনগাঁর ৩ নং টালিখোলা এগিয়েচলো সংঘের পুজো এই বছর পা দিল ৫৭ বর্ষে। তাদের পুজোর এ বছরের থিম প্যারিসের Disney land ও ‘বাংলার লোকশিল্প’। এগিয়েচলো সংঘে -র জনসংযোগ আধিকারিক বিশু দাস জানালেন, ‘যে হারে বাংলার মানুষ লোকশিল্প ও তার ঐতিহ্যকে হারিয়ে ফেলছে, তা খুব উদ্বেগজনক। আমরা সেই জায়গা দাঁড়িয়ে বাংলার ইতিহাসের ঐতিহ্য রক্ষা করতে এ বারের থিম বেছেছি। এই বছরের মণ্ডপ সাজছে হোগলা পাতায় ৷’ দেখুন ভিডিও

প্রথম দিকে সাবেকি পুজো হলেও ১৯৮৪ সাল থেকে এঁরা থিম পুজোর ধারায় এসে পড়েছেন। তার পর থেকে প্রত্যেক বছরই তাঁদের পুজোয় কোনও না কোনও নতুন চমক থাকে, এই বছরও তার ব্যতিক্রম নয়।

উদ্যোক্তরা জানালেন, প্রতিমা তৈরি প্রায় শেষের পথে। মণ্ডপ গড়ে তোলার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মতিগঞ্জ এলাকার এমন দুর্গাপুজো বনগাঁ মহকুমায় বিশেষ সাড়া ফেলেছে বেশ ক’বছর ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here