দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার সকাল থেকেই আকাশে ছিল বিষাদের সুর। কৈলাসে ফিরে গেলেন মা দুর্গা। আবার অপেক্ষা এক বছরের। আর তাতেই যেন মন ভার আপামর বাঙালির। চার দিন পর ছেলেমেয়েদের নিয়ে কৈলাসে ফিরছেন উমা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেখা গিয়েছে দেবী বরণের ছবি। এদিকে দশমীতে বিসর্জন পর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। রয়েছে কড়া পুলিশি নজরদারি।

রাজ্য জুড়ে চলেছে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া। করোনা অতিমারি কাটিয়ে এই বছর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অসংখ্য মানুষ। ঠাকুর দেখার পাশাপাশি বিসর্জনের দিনও দলবেঁধে আনন্দ করতে দেখা গিয়েছে সবাইকে। নাচ,গান ,আড্ডা প্রতিমা বরণ, সিঁদুর খেলার মধ্য দিয়ে  মেতে উঠেছে আপামর বাঙালি।

সপ্তমী,অষ্টমী,নবমীর পর দশমীর দিনও ঠাকুর দেখতে বেরিয়েছেন বহু মানুষ। শুধু কলকাতা নয়, আশেপাশের জেলাগুলিতেও সমান ভিড় দেখা গিয়েছে। তবে ছোট পুজো এবং বনেদি বাড়ির ঠাকুরগুলিকে বিসর্জন দেওয়া হয়েছে বুধবারই। যাতে বেশি ভিড় না হয়, সে কারণে বহু জায়গাতেই আধ ঘন্টা অন্তর অন্তর সময় দেওয়া হয়েছিল এক একটি পূজা কমিটিকে।  রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রায় প্রতিটি বিসর্জন এলাকাই। সকলের মুখে মুখে একটাই কথা, ‘আবার এসো মা’।

তবে শহর কলকাতার বড় পুজো গুলোর বেশির ভাগই এদিন বিসর্জন হয়নি। আগামী ৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ৩০ টিরও বেশি পুজো অংশ নিতে চলেছে এই কার্নিভালে।

বাবুঘাটে ছবিগুলি তুলেছেন ধ্রুব হালদার৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here