দেশের সময়, অশোকনগর:একটি লটারির টিকিট নিমেষে বদলে দিল দিনমজুরের ভাগ্য। দিন আনা দিন খাওয়া যুবক থেকে এক ঝটকায় হয়ে উঠলেন কোটিপতি। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার নোটনি দে পাড়ার বাসিন্দা বরুন ওরাং নামের এক যুবক অবশ্য শারীরিক ভাবে প্রতিবন্ধী। হঠাৎ করে কোটিপতি হবার খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর এলাকায়।


পেশায় ওই যুবক একজন দিনমজুর। ট্রাক থেকে বালি, পাথর খালাস করার কাজ করে কোনওরকমে সংসার চালান। কিন্তু লটারি টিকিট কাটার প্রতি ঝোঁক অনেকদিনের। তাতে টুকটাক টাকাপয়সা বাধলেও বড় ধরনের টাকা পাওয়ার ভাগ্য খোলেনি কখনোই। কিন্তু আশা ছাড়েন নি। নিয়ম করে টিকিট কেটে গেছে ন। অবশেষে ভাগ্যের শিকে ছিড়ল তাঁর। ৮ মার্চ কাটা ডিয়ার সাপ্তাহিক লটারির একটি টিকিটেই বেঁধে গেল প্রথম পুরস্কারের এক কোটি টাকা।

এতে একদিকে যেমন খুশি অন্যদিকে তিনি এবং তাঁর পরিবারের লোকেরা অজানা আতঙ্কে ভুগতে থাকেন। সেই আশঙ্কা থেকেই মঙ্গলবার সকালে অশোকনগর থানার দ্বারস্থ হন তিনি। তবে লটারি থেকে প্রাপ্ত টাকা কি করবেন, তা নিয়ে এখনো ভেবে উঠতে পারেননি তিনি বা তাঁর পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here