দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী চার বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউজে থাকবেন নাকি জো বাইডেন হতে চলেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট আর কয়েক ঘণ্টার মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ বার ১০ কোটির বেশি ভোটার আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যরা আজ (স্থানীয় সময় ৩ নভেম্বর) ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। ভোট গণনা হবে মেশিনে। নির্ধারিত সময়ে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর ভোটের নথিগুলো সেন্ট্রাল ইলেকশন হেডকোয়ার্টারগুলোতে পাঠানো হবে। ভোটের তথ্য পাঠানোর পর সেই সংখ্যা অর্থাৎ কে কত ভোট পেল, তা রাজ্য সরকারের ওয়েবসাইটে দেখানো হবে। কেউ অর্ধেকের বেশি ভোট পেয়ে গেলে, তিনি ওই রাজ্যে বিজয়ী। পরে ইলেক্টররা আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে জনগণের ভোট (পপুলার ভোট হিসেবে পরিচিত) বেশি পাওয়ার দরকার হয় না। প্রার্থীরা ইলেক্টোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকেই তাকিয়ে থাকেন। গতবার নির্বাচনে সাধারণ জনগণের ভোট কম পেয়েও ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ভোটে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

আগের যে কোন সময়ের নির্বাচনের তুলনায় এ বার কোভিড সংকটের কারণে প্রচুর সংখ্যক মানুষ ডাকযোগে ভোট দিচ্ছেন। এসব পোস্টাল ভোট গণনার জন্য আরও বেশি সময় লাগতে পারে। প্রচুর সংখ্যক মানুষ এবার ডাকযোগে ভোট দেওয়ায়, প্রাথমিক ফলাফলে একজন প্রার্থী এগিয়ে থাকলেও পরে তা বদলে যেতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এক নজরে…

ইলেক্টোরাল ভোটে এগিয়ে বাইডেন, পপুলার ভোটে ট্রাম্প

পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে যথাক্রমে ২০টি, ১০টি ও ১৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এগুলোতে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে আছেন

মেরিল্যান্ড প্রত্যাশা মতোই বাইডেনের দখলে। ১৯৯২ সাল থেকেই এটি ডেমোক্র্যাটদের দখলে। এখান থেকে ১০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন বাইডেন।

আরকানসাস ট্রাম্পের দখলে। এখান থেকে ট্রাম্পের ৬টি ইলেক্টোরাল ভোট

আইওয়া ও ওহাইওতে যথাক্রমে ৬টি ও ১৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। এই দুই জায়গায় ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে

নিউ ইয়র্কে জিতলেন জো বাইডেন। ডেমোক্র্যাটিকদের শক্তিঘাঁটি। এখান থেকে পেয়েছেন ২৯ ইলেক্টোরাল ভোট

ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা ও অ্যারিজোনায় যথাক্রমে ২৯টি, ১৫টি ও ১১টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এগুলোতে বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে

২৪টি ইলেক্টোরাল ভোট রয়েছে এমন দুই অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে এবং ১০১টি ইলেক্টোরাল ভোট রয়েছে এমন ছয় অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে

আলাবামা ও মিসিসিপি ধরে রাখলেন ট্রাম্প । আলাবামাতে ৯টি ও মিসিসিপিতে ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে

পশ্চিম ভার্জিনিয়ায় জয়ী ডোনাল্ড ট্রাম্প

দক্ষিণ ক্যারোলিনায় জয়ী ট্রাম্প

ইলেক্টোরাল কলেজে (নির্বাচকমণ্ডলী) মোট ভোটের সংখ্যা ৫৩৮ এবং নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হবে।

প্রত্যেকটি রাজ্যের ভোটের সংখ্যা ভিন্ন। এই ভোটকে বলা হয় নির্বাচক বা ইলেকটর। রাজ্যের জনসংখ্যার অনুপাতে ওই ইলেক্টরের সংখ্যা নির্ধারিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যে প্রার্থী একটি রাজ্যে জয়ী হন, তিনি ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে যান। এই ইলেক্টররা পরে একত্রিত হয়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন

ওহাইও এবং মিজৌরির মতো কিছু রাজ্যকে বেলওয়েদার স্টেট বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা গিয়েছে এসব রাজ্যে ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দিয়েছেন, শেষ পর্যন্ত তিনিই জাতীয় ভাবে নির্বাচিত হয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবার নজর থাকে ‘ব্যাটলগ্রাউন্ড’ খ্যাত কয়েকটি স্টেটের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। এ বারও আটটি স্টেট নির্বাচনী ফল নির্ধারণে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এগুলি হল ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, আরিজোনা ও নর্থ ক্যারোলিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here