সংবিধান বাঁচানোর লড়াই এর তৃতীয় দিনের সকালে ধর্না মঞ্চে ইন্দ্রাণী জ্যোতিপ্রিয়

0
663

দেশের সময় ওয়েবডেস্ক:সংবিধান বাঁচানোর লড়াই এর তৃতীয় দিনের সকালে,মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী৷ আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে৷ তার আগে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চ ঘুরে গেলের কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তৃতীয় দিন সকাল থেকেও অনুগামীদের ভিড় মমতার ধর্নামঞ্চ ঘিরে৷ মঙ্গলবার সকালে ধর্না মঞ্চে আসেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার৷ তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে৷রাতে অনুগামীদের ভিড় জমাতে শুরু করেছে ধর্না মঞ্চের সামনে৷ প্রমীলা বাহিনীর সংখ্যাও চোখে পড়ার মতো৷ ভোরের আলো ফুটতেই মঞ্চে পৌঁছে যান ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনও৷ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও এদিন দেখা যায় মঞ্চে বসে থাকতে৷বেলা গড়াতেই মঞ্চে প্রবেশ করেন চৌরঙ্গি কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়৷
মমতার ধর্নামঞ্চ আক্ষরিক অর্থেই যেন দ্রষ্টব্য স্থান৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ভিড় জমাচ্ছেন মানুষ৷ এদের কেউ শাসক দলের সক্রিয় কর্মী, আবার কেউ এসেছেন মুখ্যমন্ত্রীকে একবার চোখে দেখার জন্য৷ এই মূহূর্ত ধরে রাখতে সবার হাতে মুঠোয় মোবাইল ক্যামেরা অন করে রেখেছেন যদি বিশেষ কোন মুহুর্ত বা ছবি ফ্রেম বন্দি করা যায় তারই চেষ্টায় মগ্ন তারা৷ মঙ্গলবার সকালেই ধর্নামঞ্চের বাইরে দেখা দার্জিলিং জেলা থেকে আগত বহু মানুষকে৷ মাথায় পাহাড়ি জনজাতির নানা রঙের টুপি পরিহিত তারা৷ মমতার ধর্না মঞ্চ যেন মহা মিলন ক্ষেত্র৷


সামনেই মাধ্যমিক পরীক্ষা৷ বাজানো যাবে না মাইক৷ তৃণমূলের ধর্না মঞ্চ থেকেও জানিয়ে দেওয়া হয় শুক্রবার থেকে আর মাইক ব্যবহার করা হবে না৷ শহরের প্রাণ কেন্দ্রে ধর্না মঞ্চ৷ যানজট এড়াতে নিয়ন্ত্রণ করা হচ্ছে দক্ষিণ থেকে উত্তরগামী ট্রাফিক৷ মাধ্যমিকের সময় যাতে পরীক্ষার্থীরা সমস্যা না পরেন তার জন্য সক্রিয় থাকবেন তৃণমূল কর্মীরা৷

Previous articleধর্না চলবে ৮ তারিখ পর্যন্ত,ঘোষণা মুখ্যমন্ত্রীর,রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
Next articleহাই কোর্টের শুনানি বৃহস্পতিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here