দেশের সময় ওয়েবডেস্ক: কিছু বখাটে ছেলের বোকামিও স্বপ্ন হয়ে দাঁড়ায়, সে স্বপ্ন থেকে আবার নতুন অন্য নানান স্বপ্ন জন্মও নেয় এবং ছড়িয়ে পড়ে এক চোখ থেকে অন্য চোখে, এক ঘর থেকে অন্য ঘরে, এক শহর থেকে অন্য শহরে! বাঙালীরা ব্যবসা বোঝেনা শুনেই ব্যবসা শুরু করে উপহার। না, শুধু কয়েকশো টিশার্টে বাংলা কোটেশন ছেপে ডেলিভারি দেওয়াটা আমাদের ব্যবসা নয় বরং প্রতিটা প্যাকেটে টিশার্টের সাথে রাখা থাকে কিছু স্বপ্ন আর এই স্বপ্ন, আবেগটুকুই উপহারের উপহার ক্রেতাদের জন্য। ক্রেতাদের মন জিতে নেওয়ার পর শহরের কাছে এবার ফেরার পালা, নিজের ঘর জিতে নেওয়ার জন্যই উপহার উপস্থাপন করতে চলেছে বনগ্রাম শহরে প্রথম বনগ্রাম লিটল ম্যাগাজিন মেলা ২০১৯। ১৮,১৯ এবং ২০ জানুয়ারী, ২০১৯ বনগাঁ থানার মাঠে বনগ্রাম লিটল ম্যাগাজিন মেলা কমিটির সহযোগিতায় উপহার নিজের শহরের মুকুটে নতুন পালক পড়াতে চলেছে লিটল ম্যাগাজিন মেলা আয়োজনের মধ্য দিয়ে। এমনিতেই এ শহর সাহিত্যচর্চার জন্য বিখ্যাত, বিখ্যাত লিটল ম্যাগাজিনের জন্যেও কিন্তু কোন অজানা কারণে এতদিনে যে কাজ হয়ে ওঠেনি এবার তা শুরুর দায়িত্ব নিচ্ছে টিম উপহার। সকলে আসুন, ভালবাসুন, সফল করে তুলুন মেলাকে কেননা এতসব কিছু শুধুমাত্র আপনাদেরই জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here