কোহালির রেকর্ড আড়ালে পড়ল,ওয়েস্ট ইন্ডিজের জয়ে:

0
399

দেশের সময়:ওয়েবডেস্ক:বিরাট কোহলির রেকর্ডের দিনে ভারতকে ৪৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজরা। চার বছর পর ভারতে কোনো ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে রীতিমতো হেসে খেলে জিতেছে ভারত। ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছে দূর্দান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাকফুটে থেকেও শেষ পর্যন্ত টাই করেছে ম্যাচ। তৃতীয় ওয়ানডেতেই তাই দুর্দান্তভাবে জবাব দিল ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন, ওয়ানডে দলেও জায়গা নিয়ে প্রশ্ন উঠে গেছে মহেন্দ্র সিং ধোনির। দুর্দান্ত গ্লাভস ওয়ার্কে উইকেটের পেছনে তাঁর সমকক্ষ এখনো কেউ নেই। কিন্তু সামনে তাঁর পারফরম্যান্স দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে। ২০১৮ সালে এখনো পর্যন্ত ফিফটি পাননি ধোনি। এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড আরও এক ইনিংস লম্বা করে আজ যখন ৭ রানে ফিরছেন ধোনি, ভারতের রান তখন ৫ উইকেটে ১৯৪। ২০১৮ সালে অবিশ্বাস্য ফর্মে থাকা কোহলি অন্যদিকে অপরাজিত ৯৩ রানে।
ওয়ানডে ক্রিকেটে বছরজুড়ে চলা ফর্ম কোহালি ধরে রেখেছেন। ১০ চার ও এক ছক্কার ইনিংসে গড়েছেন এমন কীর্তি, যা কোনো ভারতীয় করেনি। সিরিজে টানা তৃতীয় ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। ওয়ানডেতে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি কিংবা বীরেন্দর শেবাগ কেউই পারেননি টানা তিন ম্যাচে তিন অঙ্ক ছুঁতে। এ বছর ওয়ানডেতে ১২ ইনিংসে কোহলির রান ১১৫৩। না, ভুল পড়েননি, ১৪৪.১২ গড়ে মাত্র ১২ ইনিংসে ১১৫৩ রান করেছেন কোহলি। বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান নেওয়া জনি বেয়ারস্টো কোহালির চেয়ে ১২৮ রান পিছিয়ে আছেন। ২২টি ম্যাচ বেশি খেলেও! কোহলির রান বন্যা গত ১০ ইনিংসে আরও ভয়ংকর। এই ১০ ইনিংসে কোহলি ৯৯৫ রান তুলেছেন। ইতিহাসে পৃথিবীর কোনো ব্যাটসম্যান ক্যারিয়ারের কোনো পর্যায়েই ১০ ম্যাচে এত রান তুলতে পারেননি।
ভারতের হারের কারণ কি তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাস!হঠাৎ করে আত্মবিশ্বাসী ভারত এদিন মাত্র ৫ জন ব্যাটসম্যান নিয়ে নেমেছে। তাই সাত নম্বরেই নেমে এলেন ভুবনেশ্বর কুমার। টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক দলগুলো ৫ বোলার নিয়ে খেলতে পছন্দ করে। কিন্তু ওয়ানডেতে অলরাউন্ডার নন এমন ৫ বোলার নিয়ে নামা বাড়াবাড়ি। সেটা এদিন যে দরকার ছিল, তা আরও একবার প্রমাণিত হলো।

ভারতের জন্য ঝামেলাটা বেধেছে অন্যভাবে। কোহালি এদিন তাঁর গড় থেকে ৩৫ রান কমেই আউট হয়ে গেছেন। উপায় না দেখে মারলন স্যামুয়েলসের হাতে বল তুলে দিয়েছিলেন জেসন হোল্ডার। তাঁর প্রথম ওভারেই বাজে একটা শট খেলে বল মিস করে বোল্ড কোহালি৷ ২২০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে কোহালি বিদায় নেওয়ার পর আর মাত্র ২০ রান তুলতে পেরেছিল ভারত।

২৪০ রানও হয়তো ভারতকে করতে হতো না যদি অ্যাশলি নার্স হঠাৎ করে নিজের ব্যাটসম্যান সত্ত্বাকে ফিরে না পেতেন। প্রায় প্রতি ম্যাচের মতোই টপ অর্ডার হতাশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে। শিমরন হেটমায়ার আশা দেখিয়েও এ ম্যাচে আর ঝড়টা লম্বা করতে পারেননি (২১ বলে ৩৭)। অধিনায়ক হোল্ডার নিজেও ব্যর্থ হয়েছেন (৩২)। আবারও একা লড়তে লড়তে ক্লান্ত শাই হোপ (৯৫) দলকে ২২৭ রানে রেখে আউট হয়েছেন। আর মাত্র ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ কত রানে অলআউট হয় সে অপেক্ষাই করছিল সবাই। এমন অবস্থায় ২২ বলে ৪০ রানের এক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৩ রান এনে দিয়েছেন নার্স। এই ইনিংসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। এদিন যেন ভারতীয় খেলোয়ারদের চোখে মুখে প্রথম থেকেই একটা অতিরিক্ত আত্মবিশ্বাস লক্ষ করা যাচ্ছিল,আর এটাকেই হারের কারণ বলে মনে করছেন অনেক ক্রিকেট প্রেমীরা৷
Previous articleবনগাঁ – রিষড়ায়, ভেজাল ধরতে গোয়েন্দা হানা:
Next articleযমুনা এক্সপ্রেসওয়েতে ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here