অর্জুনের ভাটপাড়ায়তৃণমূলের প্রার্থী মদন মিত্র

0
989

দেশেরসময় ওয়েবডেস্কঃ মদন মিত্র ফের ভোটের ময়দানে। ভাটপাড়া উপনির্বাচনে দীর্ঘদিনের এই নেতাকে প্রার্থী করল তৃণমূল। বৃহস্পতিবার সিউড়ির জনসভা থেকে তাঁর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাটপাড়া ছাড়াও ইসলামপুর, হবিবপুর, দার্জিলিং-এর প্রার্থীর নামও ঘোষণা করেন মমতা।

ইসলামপুরে লড়বেন প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরী, হবিবপুরে অমল কিস্কু এবং দার্জিলিং-এ গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী বিনয় তামাংকে সমর্থন করবে তৃণমূল।
ভাটপাটড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং বিজেপি-তে যোগ দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। সে কারণেই ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। অনেকের মতে, ভাটপাড়ায় অর্জুনের সঙ্গে টক্কর দিতে গেলে তেমনই একজন কাউকে দরকার যে চোখে চোখ রেখে লড়াই করতে পারবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তাই সব দিক বিবেচনা করেই প্রার্থী করেছেন দক্ষিণ কলকাতার নেতা মদন মিএকে।
২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটি থেকে হেরে গিয়েছিলেন মদনবাবু। সে বার জেল থেকে ভোটে লড়েছিলেন তিনি। সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল এই পোড় খাওয়া নেতাকে। তারপর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আস্তে আস্তে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছেন। পড়ে থেকেছেন কামারহাটিতে গিয়ে। ভোটে হারলেও মাটি ছাড়েননি।

বৃহস্পতিবার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নওদা এবং কান্দি উপনির্বাচনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। আগেই উলুবেড়িয়া পূর্ব এবং কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। এ দিন আরও তিনটি কেন্দ্রের প্রার্থীর নাম জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে শুনে প্রাক্তন ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র জানান, “দিদি আমার উপর যে আস্থা রেখেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমি দলের একনিষ্ট সৈনিক। দল যা দায়িত্ব দেবে, তাই পালন করব।”

এ বারের লোকসভা ভোটেও দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে বিশেষ ভূমিকা নিয়েছেন মদনবাবু। পড়ে রয়েছেন দক্ষিণেশ্বরের বাড়িতে। সেখানেই খুলেছেন কন্ট্রোল রুম। কামারহাটি বিধানসভার দায়িত্বে তিনি। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে হয়তো সেই কাজে আর তিনি তেমন মন দিতে পারবেন না। চলে যেতে হবে ভাটপাড়ায়।

Previous articleমমতা স্টিকার দিদি,তীব্র খোঁচা মোদীর
Next articleঅনলাইনে ট্রেনে টিকিট কাটতে ১০ নিয়ম জেনে সফর করুন নিশ্চিন্তে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here