দেশেরসময় , ওয়েবডেস্কঃ গত শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে শহর কলকাতা সহ আশপাশের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল টানা কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্যে।

মঙ্গলবার বিকালে ধর্মতলায় ছবিতুলেছেন দেবাশিস রায়৷

হাওয়া অফিস মঙ্গলবার বেলা ১টা ২০ নাগাদ যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টা ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা এবং বাকি তিন জেলায়। বৃষ্টির পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। সকালের দিকে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে আকাশ মেঘলা হয়েছে। শহরে ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি৷

কমেছে তাপমাত্রাও। জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্যে। তারপর থেকে আস্তে আস্তে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত এবং অপর একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অবস্থান করছে। এ ছাড়া, একটি ঘূর্ণাবর্ত ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। সব মিলিয়ে বসন্তের মাঝে রাজ্যের নানা প্রান্তে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here