দেশের সময়.ওয়েবডেস্ক: বৈশাখের শুরুতেই গরমে কাহিল বঙ্গবাসী। তীব্র রোদ এতদিন চাঁদি পুড়িয়ে দিচ্ছিল, এবার জুটেছে ভ্যাপসা হরম। মেঘলা আবহাওয়ায় ঘেমে নেয়ে অস্থির রাজ্যবাসী। স্বস্তির বৃষ্টি উত্তরের জেলাগুলোতে দেখা গেলেও দক্ষিণে বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির কোনও চিহ্ন নেই।  আজও কলকাতা এবং তার সংলগ্ন এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে ৷ তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে৷

বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি বার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। 

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টি এসেছে আগেই। এমনকী শিলাবৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। কিন্তু দক্ষিণ এবং পশ্চিমের জেলায় হাহাকার। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের পারদ পেরিয়েছে।

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় এবং সংলগ্ন অঞ্চলে আজ কখনও প্রবল রোদ, কখনও মেঘলা আকাশ থাকবে। বলে ভ্যাপসা অস্বস্তিকর গরমের ভ্রুকুটি। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৫৪ শতাংশ।

এদিকে দীর্ঘ অপেক্ষার শেষে আশার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই কলকাতায় কালবৈশাখির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দক্ষিণের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৈশাখের শুরুতেই বাতাসে আগুনের হলকা।তারসঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি। এখনও কালবৈশাখীর মুখ দেখেনি বৈশাখের দক্ষিণবঙ্গ। তবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই কলকাতাতেও কালবৈশাখির সম্ভাবনা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here