দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টির জন্য চাতকের মতো মুখিয়ে সাধারণ মানুষ। স্বস্তির আবহাওয়া ফের কবে? 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। যদি নিম্নচাপে পরিণত হয়, তাহলে রাজ্যজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

তবে এই ঘূর্ণাবর্তের কারণে শুক্রবার দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় সামান্য কম। 

হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিসের পূর্বাভাস, বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানির,আজমীর, গুনা, জব্বলপুর, রায়পুর ও গোপালপুরের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কেরালা পর্যন্ত ৷

ভোটের দিনও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। গণনার দিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

বুধবার সকাল থেকে গরম পড়লেও দুপুর গড়িয়ে বিকেল হতেই তুমুল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। গোটা রাত জুড়ে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু থামছেন না। গতকালও বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে কখনও মেঘ কখনও আবার কখনও রোদের খেলা চলছে আকাশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here