দেশের সময় ওয়েবডেস্কঃ আর মাত্র তিন দিন পরেই বাংলার ২০ জেলায় একদফায় পঞ্চায়েত ভোট হবে ৮ জুলাই। অনেকেই মনে করছেন ভোট কেমন হবে, তার অনেকটা নির্ভর করছে কেবল নিরাপত্তা বা শান্তির উপর নয়, আবহাওয়ার উপরেও। চাঁদিফাটা রোদ থাকলে একরকম, আবার আকাশভাঙা বৃষ্টি হলে আর এক রকম। মুশকিল হল, এই দু’রকম সম্ভাবনাই জ্বলজ্বল করছে ওই দিন।

উত্তরে চলবে ভারী বৃষ্টি। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার দক্ষিণের জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনভরই।
দার্জিলিং ও কালিম্পং বাদে বাকি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আসনে চলবে ভোটগ্রহণ।

উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যের আবহাওয়াই কেমন থাকবে, তা একটা অতি জরুরি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ সাধারণ ধারণা হল, যত বেশি ভোট পড়বে, ফলাফল সঠিক হওয়ার সম্ভাবনাও ততই বাড়বে। কম ভোট মানেই বুথে বুথে রিগিং, ছাপ্পা ভোটের সম্ভাবনা বাড়বে।

তাই আবহাওয়া যদি খুব বেশি খারাপ হয়, তাহলে বেশি ভোট পড়ার সম্ভাবনাও কমবে। কারণ খুব বেশি রোদ হলে ভোটাররা যেমন বাড়ি থেকে বেরিয়ে, লাইন দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভোট দিতে চাইবে না, প্রবল বৃষ্টি হলেও তেমনই অসুবিধায় পড়বেন ভোটররা। এর ফলে আসল ক্ষতিটা হবে ভোট বাক্সে।

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে শনিবারের আবহাওয়ায় বড় কোনও বদলের পূর্বাভাস নেই। গরমই থাকবে মোটামুটি। তবে যেহেতু রাজ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে, তাই সারা রাজ্যেই কম-বেশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে। দক্ষিণে গরমই থাকবে।

পঞ্চায়েত ভোটের দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টি হবে। নীচের দিকে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

তবে দক্ষিণে গরম থাকলেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সামগ্রিক ভাবে। তবে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলাতেই সকালের দিকে চড়া রোদ ও ভ্যাপসা গরমের সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টিতে বিকেলে স্বস্তি ফিরতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও দুই বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবার অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুরে আগামী চার–পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মহারাষ্ট্রের একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here