দেশের সময় কলকাতা : “জনগর্জন সভা”। ব্রিগেডের ডাক দিল তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বাংলায় মার্চের ১,২ ও ৮ তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার দু’দিন পরেই ব্রিগেডে সভার ডাক দিয়েছে তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে সেই সমাবেশের পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।

আগামী ১০ মার্চ সকাল ১১ টা থেকে হবে বিগ্রেড সমাবেশ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। যার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’।

স্বাভাবিকভাবেই আগামী ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের ‘জনগর্জন সভা’-র মূল বক্তা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফেসবুকে ব্রিগেড চলো-র ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উল্লেখ করেন, “বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা – ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগড চলো।”

সাম্প্রতিকালে তৃণমূল ব্রিগেডে সভা করেনি তৃণমূল। গত ডিসেম্বরে ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করেছিল বিজেপি। এরপরে ব্রিগেড সমাবেশ করে ডিওয়াইএফআই। এবার ২১ জুলাইয়ের মতো তৃণমূল কংগ্রেসের বিগ্রেড সমাবেশেও জনসমাগম হয় কিনা আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 

বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। রাজ্যের বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া আদায়ের জন্য দিল্লিতে বৈঠক করেছেন, এমনকী ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সমস্ত দাবিকে সামনে রেখেই সমাবেশ করতে চলেছে তৃণমূল।

এক সপ্তাহেই তিনবার বাংলায় আসবেন তিনি। ফলে গেরুয়া শিবিরকে টেক্কা দিতে প্রচারের ময়দানে মেগা চমক রাখতে পারে তৃণমূল, এমনটাই মনে করা হচ্ছিল। এবার ব্রিগেডে এই জনগর্জন-এর ডাক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here