দেশের সময় বনগাঁ: সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন নয়। কখনও সোনা, কখনও রূপো, কখনও মাদক। বারেবারে পাচার আটকেছে বিএসএফ। এবার আবার কচ্ছপ। প্রায় দেড় হাজার বিরল প্রজাতির কচ্ছপ পাচারের হাত থেকে উদ্ধার করল বন দফতর।

পুলিশ সূত্রে , জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর থানা এলাকায় তল্লাশি চালায় বন দফতরের আধিকারিকরা। সেই সময় তাঁদের নজরে আসে প্রায় ৬৪টি চটের ব্যাগ। এতগুলো ব্যাগের ভিতরে কী রয়েছে তা জানতে ব্যাগগুলির মুখ খুলে দেখেন তাঁরা। তখনই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। প্রায় দেড় হাজারের মতো কচ্ছপ উদ্ধার হয়েছে।

বন দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল এই সামুদ্রিক কচ্ছপগুলি। বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের জন্য। বন আধিকারিকদের দাবি, এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের হাত রয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুজন।

ধৃতদের আজ বনগাঁ আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বন দফতর। যাতে তারা জানতে পারে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িয়ে রয়েছে। উল্লেখ্য, আজ বন দফতর শুধু কচ্ছপ নয়, একটি কাকাতুয়া জাতীয় পাখি উদ্ধার করেছে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here