দেশের সময় ওয়েবডেস্ক: ১৬ বছরে প্রথমবার। কাশ্মীরে রবিবার সকালে হিমাঙ্কের নিচে নেমে গেল তাপমাত্রার পারদ। ভারী তুষারপাত গোটা রাজ্যে। গোটা বরফের চাদরে ঢাকল গোটা কাশ্মীর। এই পরিস্থিতিতে রবিবার বন্ধ শ্রীনগর বিমানবন্দরে বন্ধ বিমান পরিষেবা। বাতিল করা হল সমস্ত বিমান ওঠানামা। একাধিক বিমানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন কাশ্মীরের উপরিভাগে তুষারপাত হচ্ছিল। রবিবার গোটা কাশ্মীর জুড়েই ভারী তুষারপাতের সাক্ষী থাকল।

শনিবার রাতে গুলমার্গের তাপমাত্রা ছিল মাইনাস ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। পহলগামের তাপমাত্রা মাইনাস ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে কোকেরনাগ এবং কাজিগুন্ডের তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রির নিচেই।
ব্যাপক তুষারপাতের কারণে বহু রাস্তাঘাট বন্ধ। বিঘ্নিত যান চলাচলও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here