দেশের সময় ওয়েবডেস্ক: ৫৫ দিন পর সন্দেশখালির “নিখোঁজ” তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

এতদিন শুধুই চোখের জল দেখেছে সন্দেশখালি। এখন হাসছে সেখানকার মানুষজন। শাহজাহানের গ্রেফতারির খবর পেতেই বাধা ভাঙা উচ্ছ্বাস।অকাল দোলযাত্রায় মেতে উঠলেন গ্রামবাসীরা। উঠল জয় শ্রী রাম স্লোগান।

কেউ মিষ্টি মুখ করাচ্ছেন, কেউ বা বাজি ফাটাচ্ছেন, আবার কেউ আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তৃণমূল নেতা শিবু হাজরা গ্রেপ্তারের পর এমনভাবেই মেতে উঠেছিলেন গ্রামবাসীরা। তবে বৃহস্পতিবার সকালে উৎসবের আমেজ খানিকটা বেশিই। কয়েকজন মহিলার কথায়, “এবার রাতে স্বস্তিতে ঘুমাতে পারব!”

এদিকে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর সন্দেশখালির ৪৯টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা ৩ মার্চ পর্যন্ত জারি থাকবে। সকাল থেকেই গ্রামের আনাচেকানাচে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে, আজ ভোর ৫টা নাগাদ মিনাখাঁ থেকে ধরে শেহ শাহজাহানকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে কড়া নিরাপত্তা বসিরহাট কোর্ট চত্বরেও। ব়্যাফ, পুলিশে ছয়লাপ আদালত চত্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here