দেশের সময় : স্বপ্নের নগরী এখনও স্বপ্ন ৷ আজও নিউটাউন রয়ে গিয়েছে বারো বছরের আগের পরিস্থিতিতেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং প্রাক্তন মন্ত্রী গৌতম দেব যেটুকু করে গিয়েছিলেন, তা থেকে একবিন্দু এগোয়নি নিউটাউনের পরিস্থিতি, এমনটাই দাবি তুলে এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়ছে বামেদের কনিষ্ঠা প্রার্থী সুতপা মিস্ত্রি।

নিউটাউনকে বদলানোর স্বপ্ন নিয়ে লড়াইয়ের ময়দানে সিপিআইএম – এর প্রার্থী। নিউটাউন লাগোয়া গ্রাম রামকৃষ্ণ পল্লীতে এবার সিপিআইএম -এর কনিষ্ঠতম প্রার্থী সুতপা মিস্ত্রি। ২৮ বছর বয়সেই সুতপা জ্যাংরা হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৬৯/৭০ নম্বর পার্টের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়েছেন। তাঁর এলাকার সকল রাজনৈতিক দলের প্রার্থীকেই কঠিন লড়াই দিতে প্রস্তত তিনি।

সুতপার কথায়,গত ৩৫ বছরের বাম শাসন কালে
তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও গৌতম দেব এই নিউটাউন তৈরি করেছিল। তাঁদের পরিকল্পনায় নিউটাউন সংলগ্ন জ্যাংরা হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিত্রটা অন্যরকম হওয়ার কথা ছিল।

কিন্ত ২০১১ সালের পর থেকে তা হয়নি তৃণমূল শাসন কালে। এই নিউটাউন স্বপ্নের নগর তৈরি করার পরিকল্পনা ছিল। কিন্তু, এই এলাকার মানুষের দাবিদাওয়া ২০১১-র পর থেকে মানা হয়নি।

সুতপা আরও বলেন, স্বপ্নের নগর নিয়ে এই প্রজন্মে সকল শিক্ষিত ছেলে-মেয়েদের স্বপ্ন ছিল এই এলাকায় কর্মসংস্থান হবে, সেখানে এখানকার ছেলে-মেয়েরা কাজ করবে। কিন্তু তা হল না এই ১২ বছরে। সুতপার দাবি, সরকারি-বেসরকারি কোনওরকম শিল্প এই এলাকায় গড়ে ওঠেনি এখনও পর্যন্ত। ফলে এখানকার মানুষ উচ্চশিক্ষিত হয়ে কর্মসংস্থানের জন্য রাজ্যের বাইরে যেতে হচ্ছে।

এলাকার মানুষ কি তাহলে বামেদের পঞ্চায়েত চাইছে? সুতপা জানান, তাঁরা যে এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাচ্ছে তা হল, এবার পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত হবে।জনগণের পঞ্চায়েত গড়তে চায় বামফ্রন্ট। এই দাবিতে অনেকটাই সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ বলে দাবি বামেদের তরুণী প্রার্থীর।

সুতপা যে অঞ্চলে থাকেন রামকৃষ্ণ পল্লী থেকে নিউটাউনের যাওয়ার প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। সেই রাস্তা গত পাঁচ বছরে তৃণমূলের পঞ্চায়েত করেনি। সেই বেহাল রাস্তা থেকে জনগণকে মুক্তি দেওয়া হলে বামফ্রন্টের এজেন্ডার আর একটি অংশ বলে জানান তিনি।

পাশাপাশি পানীয় জলে বড় সমস্যা রয়েছে ওই এলাকায়। বামফ্রন্ট যদি পঞ্চায়েত গঠন করতে পারে তাহলে এই এলাকার মানুষের পানীয় জলের সমস্যাও মেটাতে হবে। আরও একটি সমস্যা হল নিকাশি ব্যবস্থা। ড্রেনেজ সিস্টেমে কোনও কাজই হয়নি এবং ময়লা আবর্জনা ফেলাও অন্যতম সমস্যা এলাকার মানুষের কাছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে জয়ের ব্যাপারে যথেষ্ঠ আশাবাদী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম-এর এই কনিষ্ঠ প্রার্থী সুতপা মিস্ত্রি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here