রাজভবন চত্বরে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘নিষিদ্ধ’ করা হয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও।

দেশের সময় ওয়েবডেস্ক রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজভবনে প্রবেশ করতে পারবেন না। রাজভবনে মন্ত্রীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

একই সঙ্গে ভোট চলাকালীন রাজভবনে পুলিশের প্রবেশের ওপরও জারি করা হল নিষেধাজ্ঞা। শুধু তাই নয় চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ করা যায়, তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল!

বস্তত, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।

রাজ্যের ইতিহাসে যা বিরতলতম ঘটনা বলেই মনে করা হচ্ছে। কারণ, এর আগে বাংলার কোনও রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কোনও গুরুতর অভিযোগ ওঠেনি।
ইতিমধ্যে  হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান চন্দ্রিমা। 

তিনি বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ! এ কী ধরনের ঘটনা ঘটছে? ছিঃ, যে রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন,, অভিযোগের নিষ্পত্তি করবেন। তাহলে কী এই জন্যই উনি পিসরুম চালু করেছেন?”

এরপরই রাজভবনের তরফে বিবৃতি জারি করে চন্দ্রিমার প্রবেশ নিষিদ্ধ করার কথা জানানো হয়। বিবৃতিতে রাজভবনের তরফে বলা হয়েছে, ‘‘রাজ্যপালের সম্মানহানি এবং তাঁর বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে।”

কলকাতার পাশাপাশি দার্জিলিং এবং ব্যারাকপুরেও রয়েছে রাজভবন। চন্দ্রিমার প্রবেশাধিকার সেখানেও নিষিিদ্ধ করা হয়েছে। এমনকী চন্দ্রিমা কোনও অনুষ্ঠানে থাকলে সেখানেও রাজ্যপাল যাবেন না বলে জানানো হয়েছে।

একই সঙ্গে রাজভবনে পুলিশের প্রবেশাধিকারও নিষিদ্ধ করেছেন রাজ্যপাল বোস। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here