দেশের সময় : দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন হয়ে গেল রবিবার সকালে। হাজারও বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কট-সহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে পূজাপাঠ শেষে ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে বিশেষ বার্তা দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ৷ যদিও শাহরুখ খুব একটা বিজেপি ঘনিষ্ঠ নন। তবে প্রধানমন্ত্রীর অনুরোধ একজন বিখ্যাত দেশবাসী হয়েই রেখেছেন। শুধু শাহরুখ না, অক্ষয় কুমার, অনুপম খেরের মতো অভিনেতারাও সেই একই ভিডিও নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন দেশবাসীদের উদ্দেশে। শনিবার রাতে সেই প্রত্যেকটি ভিডিও রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নিজে।

https://twitter.com/narendramodi/status/1662521291109453825?t=o-2G53WgBqfGWPCp2vdiIg&s=19

https://twitter.com/iamsrk/status/1662506616317693952?t=RNlSx6atuQ6AgY1gTTHX2A&s=19

শাহরুখ বলেন, “এই নতুন ভবনটি এত বড় হোক, যাতে প্রতিটি গ্রাম, শহর এবং দেশের প্রতিটি কোণ থেকে প্রত্যেকে এখানে জায়গা পায়। নতুন সংসদ ভবন সকল জাতি, ধর্ম ও ধর্মের মানুষের কাছে অস্ত্র হয়ে উঠুক।” সঙ্গে ওই ভিডিওটির ক্যাপশনেও জুড়ে দিয়েছেন কিছু কথা। লিখেছেন, “নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন। যা ভারতের গৌরব।” ভিডিওটি রিটুইট করে পাল্টা প্রধানমন্ত্রী লিখেছেন, “সুন্দরভাবে প্রকাশ! নতুন সংসদ ভবন গণতান্ত্রিক শক্তি ও অগ্রগতির প্রতীক। যা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণ ঘটিয়েছে।”

জানা গিয়েছে, নতুন সংসদ ভবন উদ্বোধন করতে রবিবার সকাল ৭:১৫ নাগাদ পৌঁছে যান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকে।

https://twitter.com/ANI/status/1662649018940534785?t=lDeWsbs8d4DekyI_RHaGrQ&s=19

প্রধানমন্ত্রী পৌঁছনোর পরেই নতুন সংসদ ভবনের মঙ্গল কামনায় পুজো শুরু হয়। ১৫ মিনিট ধরে চলে পূজাপাঠ। এরপর পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গোল স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন স্পিকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

https://twitter.com/ANI/status/1662653934945857536?t=1-XNQW9LwHzQHP-WzV3nqw&s=19

সেই প্রার্থনা অনুষ্ঠানের পরেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi inaugurates new Parliament building)।

https://twitter.com/ani_digital/status/1662650479149568000?t=8q0NQflyZNEkQPicLojtbg&s=19

এদিন তাঁর পরনে ছিল সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে রং মিলিয়ে উত্তরীয়। যজ্ঞের মাধ্যমে রবিবার সকাল থেকে নতুন সংসদ ভবনের যাত্রা শুরু হল। তবে এখানেই উদ্বোধনী অনুষ্ঠান শেষ নয়। যাদের হাত ধরে নতুন সংসদ ভবন গড়ে উঠেছে, উদ্বোধন শেষে তাঁদেরও অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, টাটা গোষ্ঠীর উপর এই নতুন সংসদ ভবন নির্মাণের ভার ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here