দেশের সময় ,কলকাতা: শুক্রবার চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হল। এদিনই সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানান, আগামী বছর ৩ মার্চ থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। এদিন শিক্ষামন্ত্রী জানান, এবার পরীক্ষা ভালভাবেই মিটেছে। এবার ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। সদ্য মা হয়েছেন এমন ৬ জন পরীক্ষার্থী ছিলেন। একইসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এবার ৪ পরীক্ষার্থী দুর্ঘটনা বা অন্য কারণে মারা গিয়েছে। ২ জন মুর্শিদাবাদের, ১ জন পূর্ব বর্ধমান ও ১ জন আলিপুরদুয়ারের পরীক্ষার্থী।

শিক্ষামন্ত্রী জানান, মেটাল ডিক্টেটর ও রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করেছে সংসদ। তবে তারপরও ৪১ জনকে ধরা হয়েছে। ব্রাত্য বলেন, “যেহেতু বিষয়টির সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িয়ে, খুব সাবধানে সংবেদনশীলতার সঙ্গে প্রশাসন তদন্ত চালাচ্ছে। দোষীদের চিহ্নিত করতে গিয়ে যেন একটাও হিউম্য়ান এরর না থাকে, সেটা দেখা হচ্ছে।”

শিক্ষামন্ত্রীর কথায়, পরীক্ষার আগে এবং পরীক্ষার মধ্যেও বেশ কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্ন ছড়িয়ে দেয়। পরীক্ষার্থীদের বিভ্রান্ত ও সরকারকে কালিমালিপ্ত করতে এটা করা বলে মত ব্রাত্য বসুর। সংসদ ও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম এই ধরনের ভুয়ো চক্রের এক পাণ্ডাকে গ্রেফতারও করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here