অর্পিতা বনিক, বনগাঁ: গোটা বিশ্ব শতক জুড়ে বাঙালির চিন্তায়, মননে, স্মপণে ফুটবলের গভীর উপস্থিতি আজও চোখে পড়ে ৷

স্বাধীন ভারতে প্রথম থেকেই ঘরোয়া ফুটবল বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল৷ এমনকী অঞ্চলভিত্তিক প্রতিযোগিতা সন্তোষ ট্রফিও স্বাধীনতার পরবর্তী কয়েক দশকে যথেষ্ট জনপ্রিয় ছিল৷ ভারত বিশ্ব ফুটবলে ১৯৭০ -এর দশক থেকে ক্রমশ হারিয়ে গেলেও বাঙালির ফুটবল প্রেমে বিশেষ ভাটা পড়েনি৷
শত কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই বাঙালি তাই আজও মাঠে নেমে পড়েন ফুটবলে শর্ট দিতে৷ তেমনই এক দৃশ্য দেখতে পাওয়া গেল উত্তর ২৪ পরগনার বরনগাঁর দত্ত পাড়ায় ৷ দেখুন ভিডিও

প্রতি বছরের মত এবছরও বনগাঁর দত্তপাড়া বাবুল স্মৃতি ব্যায়ামাগারের পরিচালনায় স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সান্ধ্যকালীন আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ৷ স্থানীয় ও বাহিরাগত আটটি দল টুনামেন্টে অংশগ্রহণ করে ৷ স্বর্গীয় সমর তরফদার স্মৃতি ট্রফী পায় বনগাঁর বিজয়ী দল গুগুল এবং স্বর্গীয় সন্তোষ নাথ স্মৃতি রানার্স কাপ পায় আশোক নগরের মামা ভাগ্নে দল ৷ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উদ্দিপনা ছিল চরমে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here