কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন

দেশের সময় ওয়েবডেস্কঃ : একেবারে শেষ লগ্নে এসেও দক্ষিণবঙ্গে ‘ফর্ম’ ফিরে পাচ্ছে না বর্ষা। আর এতেই কার্যত সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে কি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এল নিনো?দেখুন ভিডিও

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরে। এর অভিমুখ ওড়িশা উপকূল।

এ ছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।

আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু, ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের পরিমাণ এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। একইসঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরে। এর অভিমুখ হতে পারে ওডিশা উপকূল। পাশাপাশি উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতেও অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।

উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে, ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলাতে।

দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে ৷ সেই সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও।

বিক্ষিপ্তভাবে দু’এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে। তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। একইসঙ্গে আপেক্ষিক আর্দ্রতার আধিক্যর জন্য বাড়বে অস্বস্তিও।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি।
শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে হাওয়া বদলের সম্ভাবনা। উপরের জেলাগুলিতে থাকঠে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here