দেশের সময়,বনগাঁ: নব জোয়ার কর্মসূচিতে আগামী শনিবার বিকেলে ঠাকুরনগরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। ঠিক তারপরের দিনই অর্থাৎ রবিবার ঠাকুরবাড়িতে বিশেষ সভা করতে চলেছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই সভাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ৷

ইতিমধ্যেই চাঁদপাড়াতে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে গিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।

সেখানে গিয়ে শান্তনু ঠাকুরকে নিশানা করেন পার্থ ভৌমিক। শান্তনু ঠাকুর বিজেপির দালালি করেন বলেও কটাক্ষ করেন তিনি। নবজোয়ার কর্মসূচিকে বিঁধে পার্থ বলেন, রাজনীতি করতেই ঠাকুর বাড়িতে সভা করা হচ্ছে। যদিও অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর বলেন, “মতুয়াদের মাসিক সভা হবে রবিবারে। ভক্তরা এই রবিবার বিশেষ সভা ডেকেছে।” অভিষেকের ঠাকুরবাড়িতে আসা প্রসঙ্গে তাঁর মন্তব্য, “ধর্মীয় স্থানে যে কেউ আসতে পারেন। তবে কেউ আরাধ্য দেবতাকে অপমান করলে ভক্তরা ছেড়ে কথা বলবে না।” তবে শান্তনু ঠাকুরকে নিয়ে পার্থ ভৌমিকের মন্তব্যের কোন গুরুত্ব দিতে চাননি সুব্রত ঠাকুর।

অন্যদিকে, মমতা ঠাকুর বলেন, “শান্তনু ঠাকুরের সঙ্গে মতুয়ারা নেই। সেটা তাঁরা বুঝে গিয়েছেন। রাজনীতি করার জন্য এটা করছে। এই সব করে শান্তনু ঠাকুর বিজেপিকে দেখাতে চাইছেন, তার সঙ্গে লোক আছে।” সব মিলিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে ঠাকুরবাড়িতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here