সোনার দূর্গা রুপোর দূর্গ: দেখুন ভিডিও-

সোনার দূর্গা রুপোর দূর্গা: অর্পিতা দে:

মনে পরে ছেলেবেলার ঠাকুরমারঝুলির সেই সোনার কাঠি রুপোর কাঠির গল্প ; এবারের দুর্গাপুজোয় কলকাতা সাক্ষী থাকছে সেরকমই দুই গল্পের৷তবে এ গল্প হলেও সত্যি৷ মধ্য কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কয়ারে এবারে দেখা যাবে সোনার দূর্গা আর এন্টালি এলাকার কামার ডাঙ্গা তাদের শত বর্ষ উদযাপনে করেছে রুপোর দূর্গা সুতরাং বোঝাই যাচ্ছে কলকাতার এবারের দুর্গাপুজোর ইউ এস পি এই সোনার দূর্গা আর রুপোর দূর্গা ৷

মধ্য কলকাতার ৮৪ তম বর্ষের পুজো সন্তোষমিত্র স্কোয়ার ওরফে লেবুতলা পার্কের পুজো। পুজো মণ্ডপে কখনো সাম্প্রতিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, সোনার শাড়ি, রুপোর রথ তুলে ধরে মানুষের মন জয় করে আসা এই পুজোর এবারের থিম শীষমহলে কাঞ্চনকন্যা।

মায়াপুরের প্রভুপাদ মন্দিরের আদলে মণ্ডপ তৈরী হচ্ছে, মণ্ডপের ভিতর রঙিন কাঁচের তৈরী শীষ মহল চোখ ধাঁধানো৷তবে এর চেয়েও বোরো আকর্ষণ হলো, স্বয়ং দূর্গা প্রতিমা, প্রতিমার সজ্জায় থাকছে ৫০ কেজি সোনার সাজ। যা নিঃসন্দেহে চোখ ধাঁধাবে দর্শকের৷
কোলকাতার দুর্গাপুজোর এবারের আর এক বিস্ময় তুলে ধরছে এন্টালি এলাকার কামারডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব ।

এবারে তাদের ১০০ বছর উপলক্ষ্যে ১১০ কেজি রূপ দিয়ে তৈরী হয়েছে প্রতিমার সাজ৷ শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের তত্বাবধানে শুধু প্রতিমাই নন সমগ্র পূজা মণ্ডপটিই তুলে ধরছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, সেখানকার শিল্প ও জীবনযাত্রা। মণ্ডপসজ্জ্যায় ব্যবহৃত হচ্ছে পাট, বাঁশ ইত্যাদি৷ শিল্পীর ভাষায় কেউ যদি এই মণ্ডপে আসেন তাহলে সমগ্র পশ্চিমবঙ্গের সবকটি জেলার সম্পর্কে একটি সম্যক ভৌগোলিক ধারণা তাঁর তৈরী হয়ে যাবে বিশেষত ছোটদের ক্ষেত্রে তা খুবই কার্যকরী।

শুধু তাই নয় সামাজিক ভাবে পিছিয়ে পড়া বেশকিছু মেয়েদের নিয়ে তিনি নিজের ত্বত্বাবধানে এই মণ্ডপ সজ্জার কাজ করেছেন যাতে তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় ও এক প্রকার কর্ম সংস্থান হয়|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here