বনগাঁ শিমুলতলায়’ আয়রনগেট স্পোর্টিং ক্লাব

দেশের সময় : ‌বনগাঁ— মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরের অনুকরণে পুজোমন্ডপ তৈরি হচ্ছে বনগাঁর শিমুলতলায়। এই পুজোর উদ্যোক্তা শিমুলতলা বারোয়ারি পুজো কমিটি। পরিচালনায় আয়রনগেট স্পোর্টিং ক্লাব। পুজোর পাশাপাশি নানা সামাজিক, সাংস্কৃতিক কাজের সঙ্গে সারা বছর যুক্ত থাকে এই পুজো উদ্যোক্তারা।

এর আগে এই পুজো কমিটি বাহুবলি–২, বিড়লা মন্দির, স্বর্ণ মন্দির, চন্দ্রোদয় মন্দিরের অনুকরণে পুজো মন্ডপ তৈরি করে দর্শকদের মন জয় করেছে। একাধিক পুরস্কারও অর্জন করেছে তারা। এই ধারা বজায় রেখে এবারেও বড় বাজেটের পুজোর আয়োজন করা হয়েছে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে খাজুরাহো মন্দিরের অনুকরণে মন্ডপ তৈরি করা হচ্ছে। ৯০ ফুট উচু এবং ১১০ ফুট চওড়া এই মন্ডপ তৈরি হচ্ছে প্লাই, ফাইবার ইত্যাদি দিয়ে। গত দেড় মাস ধরে নৈহাটির ৩০ জন শিল্পী এই মন্ডপ তৈরির কাজে যুক্ত রয়েছেন।

আসল মন্দিরের ভেতরে এবং বাইরে যে ধরনের কারুকাজ, মূর্তি রয়েছে, এখানে সেইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। আসল মন্দিরের রঙের সঙ্গে মিলিয়ে রঙের ব্যবহারও করা হচ্ছে। মন্ডপের পাশাপাশি কৃষ্ঞনগরের সুবোল পাল এই পুজো কমিটির প্রতিমা তৈরি করছেন। আলোতেও রয়েছে নানা চমক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here