দেশের সময় ওয়েবডেস্কঃবিশ্বের আকাশে এখন করোনার কালো মেঘ। দেশে দেশে চলছে লড়াই। কেউ একা নয়। এই বার্তা দিতেই শনিবার আল্পস পর্বতমালার ম্যাটারহর্ন শৃঙ্গকে সাজানো হল ভারতের ত্রিবর্ণ পতাকার রঙে।

করোনাভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বেই। দেড় লক্ষেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই। বিশ্বজুড়ে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা। ভাল নেই সুইৎজারল্যান্ডও। ছবির মতো দেশ সুইজারল্যান্ডেও এখন মৃত্যুর হাহাকার। সেই হাহাকার ভারতও। এমনই এক কঠিন লড়াইয়ের সময়ে নিজেদের পর্বতশৃঙ্গকে ভারতীয় পতাকার তিন বর্ণে রাঙিয়ে যেন বন্ধুতার বার্তা দিল সুইসরা। বুঝিয়ে দিল– ভারত একা নয়।

১৪,৬৯২ ফুট উচ্চতার ওই শৃঙ্গকে ভারতের জাতীয় পতাকার রঙে সাজানোর ছবিটি টুইটারে শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “গোটা বিশ্ব একসঙ্গে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছে। মানবতা এই মহামারীকে পরাস্ত করবে।”

জেনেভাতে অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিক গুরলিন কৌর টুইটারে লেখেন, “সুইৎজারল্যান্ড করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। ম্যাটারহর্ন শৃঙ্গটি তাই তেরঙ্গায় সাজানো হয়েছে। এ যেন হিমালয়ের সঙ্গে আল্পসের বন্ধুত্ব”।

প্রতিদিন সূর্যাস্তের পরে এই ভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই পর্বতশৃঙ্গ। গত এক সপ্তাহে ম্যাটারহর্নকে রোজ বিভিন্ন দেশের পতাকার রঙে সাজিয়ে তোলা হচ্ছে। ভারতের আগে আমেরিকা, জার্মানি, স্পেন, ব্রিটেন, জাপানের মতো দেশের পতাকায় সেজে উঠেছে ম্যাটারহর্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here