দেশের সময় ওয়েবডেস্কঃ

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এই উৎসব বাঙালিদের কাছে ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটকে এই পার্বণ ‘ভাইবিজ’ নামে পালিত হয়। ভারতের পশ্চিমাংশে এই উৎসব ‘ভাই দুজ’ নামে পালিত হয়।

এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। পঞ্জিকা মতে, এই বছর, ২০২০-র ১৬ নভেম্বর, সোমবার ভাইফোঁটা। আসুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার শুভ সময় সম্পর্কে…

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বাংলা তারিখ ৩০ কার্তিক, ইংরাজি ১৬ নভেম্বর সোমবার পড়েছে ভ্রাতৃদ্বিতীয়া।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
বাংলা তারিখ ৩০ কার্তিক এবং ইংরাজির ১৬ নভেম্বর, ২০২০, সোমবার সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে।
বাংলা তারিখ ১ অগ্রহায়ণ এবং ইংরাজির ১৭ নভেম্বর, ২০২০, মঙ্গলবার ভোর ৩টে ৫৭ মিনিটে শেষ হচ্ছে দ্বিতীয়া তিথি।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বাংলা তারিখ ৩০ কার্তিক এবং ইংরাজির ১৬ নভেম্বর, ২০২০, সোমবার সকাল সকাল ৯টা ৩ মিনিট ৪ সেকেন্ডে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে।
বাংলা তারিখ ১ অগ্রহায়ণ এবং ইংরাজির ১৭ নভেম্বর, ২০২০, মঙ্গলবার সকাল ৬টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে শেষ হচ্ছে দ্বিতীয়া তিথি।

বিশুদ্ধ শাস্ত্রমতে, বাংলা তারিখ ৩০ কার্তিক, ইংরাজি ১৬ নভেম্বর সোমবার সকাল ৯টা ০৩ মিনিট ০৭ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী বলিদৈত্যরাজের পূজা। গোস্বামী মতে, শ্রী শ্রী গোবর্ধন পূজা এবং গোপূজার শুভ ক্ষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here