মা হবে রুপালী :দেশের সময়ঃ বনগাঁঃ

0
1411
দেশের সময়ঃ , বনগাঁ ঃ গাইঘাটা থানার ধরমপুর কুলঝুটি গ্রামের বছর তিরিশের গৃহবধু রুপালী ঢালী | বিবাহের তিন বছরের মাথায় গর্ভবতী সে | কিন্তু গর্ভবতী অবস্থায় তাঁর শরীরে রোগ বাসা বেঁধে রয়েছে তা ঘ্রুনাক্ষরেও টের পাননি পরিবারের লোকেরা ৷ গত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎই পেটের বাঁদিকে অসহ্য যন্ত্রনা শুরু হয় ওই গৃহবধুর | স্থানীয় চিকিৎসকের পরামর্শ মতো যন্ত্রনার কারন খুঁজতে বনগাঁ মহাকুমা হাসপাতালে আসে সে | হাসপাতালের শল্য চিকিৎসক তাঁকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন | সাথে গর্ভবতী হওয়ার পরীক্ষাও করা হয় | দেখা যায় গর্ভবতী হয়েছেন ওই গৃহবধু | জরায়ু তে কোনও সমস্যা নেই | কিন্তু পেটের বাঁদিক ঘেষে ডিম্বাশয়ে একটি আস্ত টিউমার রয়েছে রুপালীর | আর অসহ্য পেটের যন্ত্রনার কারণ ও চিকিৎসকরা চিহ্নিত করেন | রুপালীর প্রশ্ন একটাই আমি মা হতে পারবো তো , বাঁচবো তো ডাক্তার বাবু ৷ কিন্তু হাসপাতালে উপযুক্ত চিকিৎ সক আছেন কিন্তু উপযুক্ত পরিকাঠামো নেই | কিন্তু রুপালীর ডিম্বাশয়ের টিউমারের সাথে নালীপথ জোড়া রয়েছে জরায়ুর | টিউমার টি বেশ পুরোনো| এর ফলে যে কোনও সময় টিউমার ফেটে গিয়ে প্রানহানীর অাশঙ্কা রয়েছে | যে কোনও সময় ঘটে যেতে পারে বড় বিপদ । এত জটিল অস্ত্রোপচার বিশেষ পরি কাঠামো ছাড়া সম্ভব নয় | কলকাতায় স্থানান্তরিত করলেও তা খুব সময় সাপেক্ষ | তার মধ্যেই ঘটে যেতে পারে বিপদ ৷ রুপালীর বাড়ির লোকেদের অনুমতী নিয়ে তাই এক মুহুর্ত সময় নষ্ট করেননি বনগাঁ হাসপাতালের প্রসূতী বিভাগের চিকিৎসক মহিতোষ মন্ডল | হাতের কাছে যা আছে তা দিয়েই কাজ চালাতে হবে | সংকল্প একটাই | টিউ মার কেটে বাদ দিয়ে রুপালী বাঁচাতে হবে | আবার ভ্রুনের ক্ষতি না হয় | সব দিক খেয়াল রাখতে হবে | সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ বনগাঁ হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় রুপালীর | বাদ গেল–দেশের সময়ঃ টিউমার | অবসান হল অসহ্য যন্ত্রনার | আবার অক্ষত রয়েছে ভ্রুনও | শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ গুলিও দিব্যি সচল | একের পর এক পরীক্ষায় সফল হল রুপালী | মা হবে রুপালী | অব শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসিমুখে ডাক্তারবাবু দের ওপর আস্থা ভরসা রেখে সোমবার বনগাঁ হাসপাতালের বেড থেকে বাড়ি ফিরল গর্ভবতী রুপালী | ক্ষুদ্র পরি কাঠামো নিয়ে গর্ভবতী মায়ের মা হওয়ার স্বপ্ন কে বাঁচাতে পেরে স্বভাবতই খুশি হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতাল সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন” ক্ষুদ্র পরি কাঠামোয় আমরা আমাদের যথা সাধ্য চেষ্টা করি | বাকিটা ঈশ্বর ” |
Previous articleপুজোয় বৃষ্টির সম্ভাবনা,চিন্তিত হাওয়া অফিস- দেশের সময়ঃ
Next article“চতুর্থ রিপু”লিখছেন – শ্রীময়ী সেনঃ কলকাতা- দেশের সময়ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here