দেশের সময় ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে নিউটাউন থানা এলাকার কাছে পর পর কয়েকটি দোকানে আগুন লাগে। ঘটনায় পুরোপুরি ভস্মীভূত তিনটি খাবারের দোকান।দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিউটাউন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি দোকানে আগুন লাগে। নিমেষে তা অন্যান্য দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। খাবারের দোকানে সেইসময় বেশ ভিড় ছিল। আগুন লাগার ফলে শুরু হয় হুড়োহুড়ি। সিলিন্ডার লিক করে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। তবে, তিনটে দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে দোকানের মালিকরা। গত মঙ্গলবারই নিউ মার্কেটের একটি চানাচুর তৈরির কারখানায় আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় কারাখানার বেশিরভাগ অংশ৷