Winter Update : হিমেল হাওয়ায় শীতের আমেজ, ভোরের শহরে হু হু করে নামছে পারদ

0
334

দেশের সময় ওয়েবডেস্কঃ : সকাল বেলায় হিমেল হাওয়ায় ভরপুর শীতের আমেজ। উত্তুরে হাওয়া জানান দিচ্ছে, শীত এসেই গেল প্রায় । এবার লেপ-কম্বল নামানোর সময় এসে গেল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড থেকে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামছে। শীত শীত ভাব কেবলমাত্র কলকাতাই নয়, জেলায় জেলায় নামল তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ .৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ৷ ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকছে। হিমেল হাওয়ায় শীত শীত ভাব রয়েছে। সন্ধের পর থেকে তাপমাত্রা নামছে। আগামী ৪৮ ঘন্টায় আরও পারদ পতন হতে পারে এ রাজ্যে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের আগে শীত থিতু হওয়ার কোনও সম্ভাবনা নেই বঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও পারদ পতন অব্যাহত। সব থেকে বেশি পারদ নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা। 

আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গেও শীতে জবুথবু পাহাড়ের বাসিন্দারা। পর্যটকরাও মনোরম শীতের আমেজ পেয়ে বেজায় খুশি। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীত এসে যাবে খুব তাড়াতাড়ি। বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাত হতে পারে।  তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দেখা দেবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে আজ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। বুধবার নাগাদ এর অবস্থান থাকবে আন্দামান সাগরে। তবে এর অভিমুখ কোন দিকে হবে সেটা এখনও জানা যায়নি।

এই বছর কি রেকর্ড পারদ পতন হবে? ঠিক কী বলছে আবহাওয়া দফতর? উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করার জন্য তাপমাত্রার পারদ কমছে। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যে শীত প্রবেশ করতে পারে। এই বছর হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারবেন রাজ্যবাসী, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের একাংশের। এই বছর শীতের মরশুমে কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে। ২০১২ সালে অক্টোবর মাসে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি, ২০১৮ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। 

Previous articleMamata Banerjee: রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি,অখিল অন্যায় করেছে, আমি ক্ষমা চাইছি: মমতা
Next articleNolen Gur : “যশোরের যশ খেজুরের রস”ওপার বাংলার খেজুর গুড় মিলছে এপার বাংলার হাটে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here