দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষায় বৃষ্টির দেখানেই সে ভাবে৷ ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী । দক্ষিণবঙ্গে তো মুষলধারে বৃষ্টির দেখাই নেই। হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি জানান দিয়ে যাচ্ছে যে বর্ষাকাল চলছে। বাতাসে আর্দ্রতা এতটাই বেশি যে বৃষ্টি হলেও তাপমাত্রা নামছে না। সন্ধের পরেও প্যাচপ্যাচে গরম। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, ঝেঁপে বৃষ্টি হওয়ার এখনই কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টির আশাই নেই। জুলাইয়ের শেষ পর্যায়ে এসেও কোনও রকম খেল দেখাতে পারল না বর্ষা। কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। তাপমাত্রার চোখ রাঙানি না থাকলেও গরমের জেরে বাড়ছে অস্বস্তি। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি?

নিম্নচাপ দক্ষিণ ওড়িশার উপকূলে। তাই সব মিলিয়ে বঙ্গবাসীর মনে আশা জাগছে যে ঝড়বৃষ্টি হলেও হতে পারে।

জানা গিয়েছে, ওডিশা উপকূলে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। একটির অবস্থান দক্ষিণ ওডিশা এবং সংলগ্ন এলাকা। অপরটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর। দ্বিতীয় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী না হলেও আগামী ২৪ ঘণ্টা হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না, জানা যাচ্ছে এমনটাই। উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এদিকে গুজরাতের কচ্ছ সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তীসগড় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী অক্ষরেখা দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপ এলাকার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অভধি চলে গেছে। এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূলবর্তী এলাকাগুলোতে।

উল্লেখ্য, জুলাই মাসের ২৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের ঘাটতি তৈরি হয়েছে তা উদ্বেগ বাড়াচ্ছে। বিগত ৩৫ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৩৮ শতাংশ। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ। মঙ্গল এবং বুধবার আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। ২৭ জুলাই থেকে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি বাড়ার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here