দেশেরসময়,কলকাতা: ২০২৩ এ উষ্ণ বড়দিন কাটাল বাংলা ৷ হঠাৎ উধাও শীত। বাড়ল তাপমাত্রাও। আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা উপরের দিকেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশই থাকবে।

এদিন কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। ভোরের দিকে কিংবা সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাবে। শুধু আজই নয়, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে জেলায় জেলায়।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি। মঙ্গলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ( Minimum temperature in Kolkata) ১৭.১, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। 

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই তাপমাত্রা বেড়ে চলেছে।
অন্যদিকে, বছর শেষে পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। পর্যটকের ঢল নেমেছে পাহাড়ে। রোদ ঝলমলে শৈল-শহর বড়দিনে দেখা গেল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকরা চুটিয়ে উপভোগ করেন হিমেল পরশ। উত্তরবঙ্গে এমন মনোরম আবহাওয়াই চলবে বেশ কয়েকদিন। 

কমেছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। তাতেই বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।

ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এখনই শীত ফেরার আশা কম। অন্তত আগামী ১০ দিন তো শীত ফেরার সম্ভাবনাই নেই। কলকাতার তাপমাত্রা আপাতত ১৬-১৭ ডিগ্রিতেই ঘোরাফেরা করবে। জেলার তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রির আশপাশে। খুব একটা ঠান্ডা পড়ার আশা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here