দেশের সময়, কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে বাংলায় শীতের আগমনী। বাংলার দুয়ারে কড়া নাড়ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উইক এন্ডে ভরপুর শীতের আমেজ। রবিবারও কলকাতা উপভোগ করল এই মরশুমের শীতলতম দিনের । এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে।

কোথায় কেমন আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস?

দেখুন ভিডিও

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ। তবে মঙ্গলবার থেকে বাংলার আকাশে জমবে মেঘ। তারপর থেকে পারা বেশ খানিকটা বাড়তে থাকবে।

এদিকে, ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে।আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস মিলেছে। ২৯ নভেম্বর বুধবার থেকে পরিস্থিতি আরও ঘরালো হতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে বাংলার জন্য খুব একটা বিপদের আশঙ্কা থাকছে না বলেই জানা যাচ্ছে। নিম্নচাপের অভিমুখ মূলত পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তবে সরাসরি বাংলার দিকে না এলেও তার একটা আংশিক প্রভাব এ রাজ্যে পড়তে পারে। তবে শীতের পথে সবথেকে বড় হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা।

হাওয়া অফিস জানাচ্ছে বাংলায় একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রবিবার। আরও একটি ঢুকবে বৃহস্পকিবার। দুই ঝঞ্ঝার প্রভাবেই নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। 

তবে আগামী তিন দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। 

নভেম্বরের শেষে রাজ্যে কমবে শীতের আমেজ। জোড়া ঘূর্ণাবর্তের কারণে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ২৭ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।

২৯ নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে।‌ এর প্রভাবে রাজ্যে শীতের আমেজ কমবে।


আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। আপাতত পরিষ্কার আকাশ।

মঙ্গলবার-বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে।


কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সকাল সন্ধেয় হালকা শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে।

উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here