Weather: ফের নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে ,শনিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা

0
1163

দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ৷ শনিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সারাদিন।

কলকাতায় আজ মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ ও বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা কলকাতায় স্বাভাবিকের নীচে নেমে গেছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি।

প্যাচপ্যাচে গরমের পরে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হয়ে বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে সাগরের ওই নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে গেছে। আরও একটি নিম্নচাপের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে সৌরাষ্ট্র ও উত্তর-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায়।

এটি গভীর নিম্নচাপে বদলে পশ্চিম দিকে এগিয়ে আসবে আগামী ২৪ ঘন্টায়। বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নতুন করে নিম্নচাপ তৈরি হবে শনিবার। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে এগোবে। এর জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

পশ্চিমেবর চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । শনিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।


উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, পাহাড়ের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Previous articleBiswajit Das : তৃণমূল ব্লক সভাপতিদেরকে হুঁশিয়ারি বাগদার ‘বিজেপি’ বিধায়ক বিশ্বজিতের! পঞ্চায়েতের আগে তবে কি তিনি তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছেন? জল্পনা তুঙ্গে
Next articleEarthquake: আচমকাই কেঁপে উঠল দুই বাংলা ! কম্পন অনুভূত, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here