দেশের সময়: সোমবার লোকসভা ভোটের আগে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার সাতশো আটাত্তর জন।

এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১ লাখ তেত্রিশ হাজার ৯৩৬ জন। এই নতুন ভোটারদের মধ্যে আঠার উনিশ বছর বয়সী যারা তারা ছাড়াও যাদের নাম প্রথম বার উঠলো তারাও রয়েছেন। সব মিলিয়ে, ভোটারের সংখ্যা বাড়ল ৪ লাখ ৫১ হাজার ৭০৬ জন। সামগ্রিক ভাবে ৯ লাখ ৭৯ হাজার ২৯২ ভোটারের নাম বাদ গেল। নাম বাদ গিয়েছে যারা মৃত বা যাদের স্থান পরিবর্তন হয়েছে, তাঁদেরই।বাড়লো মহিলা ভোটারের সংখ্যাও।

উল্লেখ্য, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮৩৭। রাজ্যে মোট পুরুষ ও মহিলা ভোটার যথা ক্রমে তিন কোটি ৮৫ লাখ ত্রিশ হাজার ৯৮১ ও ৩ কোটি ৭৩ লাখ চার হাজার ৯৬০ জন। আঠার উনিশ বছর বয়সী ভোটারের প্রায় ২ শতাংশ। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, এরপর যদি কারোর নাম ভোটার তালিকায় তোলার থাকে তিনি ফরম সিক্স ভর্তি করবেন। আর কোনো সংশোধনীর জন্য রয়েছে ফর্ম এইট। আর টোল ফ্রি হেল্প লাইন নম্বর হলো ১৯৫০.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here