দেশের সময় , কলকাতা : ধর্ম নয়, কাজ দেখে ভোট দেওয়ার আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সংহতি যাত্রায় পা মেলান অভিষেক৷ এর পর পার্ক সার্কাসের সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি-র বিরুদ্ধে বাংলাকে শোষণ এবং ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

অভিষেক বলেন, ‘আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি হিসাবে আমার কাছে তাৎপর্যপূর্ণ। একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে অস্ত্রের ঝনঝনানি, তাকে উপেক্ষা করে বাংলায় মানুষ সংহতির পক্ষে মানুষ পা মিলিয়েছে।একটা রাজনৈতিক দল গা জোয়ারি করে বাংলাকে শোষিত করছে। আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করিনা৷ আমাদের বৈচিত্র‍্যের মধ্যে ঐক্য।’

এর পরেই ধর্মীয় উস্কানি দিয়ে ভোট করানোর অভিযোগে সরব হন অভিষেক৷ তিনি বলেন, ‘আমি হিন্দু, হিন্দু ধর্ম পালন করি৷ কিন্তু যখন আমি মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি তখন আমার একটাই ধর্ম, মানব ধর্ম৷ আমার একটাই ধর্ম, মানুষের সেবা করা৷’

নাম না করে বিজেপিকে নিশানা করে বলেন, ‘রাজনীতিতে মানুষের সমর্থন অর্জন করতে পারে না, তারা ধর্মের নামে ভোট চাইতে যায়। কেন্দ্রে যে সরকার চলছে, তারা কেন্দ্রীয় এজেন্সিকে বলে দিচ্ছে কী ভাবে তদন্ত করতে হবে, বিচার ব্যবস্থার একাংশকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। খালি একটা জায়গায় এরা কোনওরকমভাবে কোনও প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেনি, সেটা হচ্ছে মানুষের হৃদয়। তাই কানে শুনে নয়, চোখে দেখে লড়াইে অংশগ্রহণ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অব্যাহত থাকে তা সকলকে সুনিশ্চিত করতে হবে।’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি উপস্থিত জনতাকে সতর্ক করে অভিষেক বলেন, ‘কোই কহতে হ্যায় হিন্দু খতরে মে হ্যায়, কোই কহতে হ্যায় মুসলমান খতরে মে হ্যায়, ম্যায় কহতা হুঁ, ধরম কা চশমা হটাকে দেখ, পুরা হিন্দুস্তান খতরে মে হ্যায়।’

গত লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েও সতর্ক করেছেন অভিষেক৷ তিনি বলেন, ‘২০১৯-এ যে বিষয়কে সামনে রেখে ভোট হয়েছিল, আজকে সেটাই বাস্তবায়িত হচ্ছে৷ কানে শুনে নয় আগামী দিনে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন৷ ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট হোক৷ একশো দিনের টাকা, বাংলার প্রতি বঞ্চনা, আপনার বাড়ির সামনের রাস্তার কথা মাথায় রেখে ভোট দেন, তাহলে দেখবেন যে যত বড় নেতা হোন না কেন, আপনার টাকা কেউ আটকে রাখতে পারবে না৷’

গত লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েও সতর্ক করেছেন অভিষেক৷ তিনি বলেন, ‘২০১৯-এ যে বিষয়কে সামনে রেখে ভোট হয়েছিল, আজকে সেটাই বাস্তবায়িত হচ্ছে৷ কানে শুনে নয় আগামী দিনে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন৷ ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট হোক৷ একশো দিনের টাকা, বাংলার প্রতি বঞ্চনা, আপনার বাড়ির সামনের রাস্তার কথা মাথায় রেখে ভোট দেন, তাহলে দেখবেন যে যত বড় নেতা হোন না কেন, আপনার টাকা কেউ আটকে রাখতে পারবে না৷’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here