অর্পিতা বনিক দেশের সময়

প্রায় পাঁচশো বছরের অপেক্ষা। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ফলে এ বার রামনবমী নিয়ে বাড়তি উচ্ছ্বাস ছিল রাম ভক্তদের মধ্যে।
ভোটের মাঠে রাম ভক্তদের কোণঠাসা করতে ‘রামই’ হাতিয়ার তৃণমূলের। বুধবার রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করেছিল রাজ্যের শাসক শিবির।

বনগাঁঁতেও বহু মানুষ এ দিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সামনের সারিতে শাসক দলের নেতাদের দেখা যায় । পাল্টা বৃহস্পতিবার বিকালে রামনবমী উপলক্ষ্যে শোভা যাত্রা করল বিজেপি I কার্যত ভোটের আগে ওয়ার্মআপ। এমনকী এই মিছিলে বিজেপি নেতারাও হেঁটেছেন অম্লান বদনে। দেখুন ভিডিও

বনগাঁয় বিজেপির রামনবনীর শোভাযাত্রা শামিল ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সহ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল ও বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। সারথি দেবদাস মন্ডল কে হুট খোলা গাড়িতে সঙ্গে নিয়ে মিছিলের নেতৃত্ব দেয় শান্তনু। বনগাঁ মতিগঞ্জ ঘড়ি মোড় থেকে ডিজে সাউন্ডের তালে শোভাযাত্রা শুরু হয়ে হাসপাতাল কালীবাড়ি ঘুরে বনগাঁ এক নম্বর গেট হয়ে বাটার মোড় হয়ে ফের মোতিগঞ্জ ঘড়ির মোড়ে শেষ হয় এই শোভাযাত্রা। কয়েক হাজার রাম ভক্ত ও বিজেপির কর্মী সমর্থকরা পা মেলায় শোভাযাত্রায়। সেখান থেকেই তৃণমূল কে একহাত নিলেন শান্তনু , দেবদাস ও অশোক কীর্তনীয়া। বুধবার বনগাঁয় রামনবীর মিছিল করে তৃণমূল। সে প্রসঙ্গ টেনে শান্তনু ঠাকুর , দেবদাস মন্ডল ও অশোক কীর্তনীয়ারা বলেন মরার আগে ঈশ্বরের নাম জপ করছে ওরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here