দেশের সময় ওয়েবডেস্কঃ শিক্ষক নামের সঙ্গে জুড়ে থাকে শ্রদ্ধা ও ভালবাসা। যার স্মরণে আসতেই খুলে যায় পৃথিবীর জটিল দরজা। একটু একটু করে সমৃদ্ধ হতে থাকি আমরা। সেই সকল শিক্ষককে অন্তর থেকে জানাই প্রণাম।

ড, সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ৫ সেপ্টেম্বর ভারতজুড়ে পালিত হয় শিক্ষক দিবস।পড়ুয়াদের বোধশক্তি জাগরণে এক বড় ভূমিকা রাখেন এনারা। বছরের ৩৬৪ দিন আমাদের জন্য থাকলেও ১টা দিন তাদের জন্যই থাক।

শিক্ষক দিবসের আয়োজন নিয়ে অতীতে যে জৌলুস ছিল তা আজ কিছুটা ফিকে হলেও একেবারে কিন্তু মিলিয়ে যায়নি। বরং তা ডিজিটাল রূপে ফিরে এসছে প্রতিটি শিক্ষকের মুঠোফোনে।

দিন যত ডিজিটাল হচ্ছে ততই আধুনিক হয়ে উঠছেন তারাও। এই বিশেষ দিনে তাদের মুখে মুচকি হাসি ফোটাতে পাঠিয়ে দিন এই সকল বার্তা। কে জানে হয়ত আপনার হোমওয়ার্কের বোঝা একটু হলেও কমে যেতে পারে।

শিক্ষক দিবস উপলক্ষে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে তাঁদের এই বার্তাগুলি পাঠিয়ে দিন –

*আমার জীবন যাত্রায় অন্যতম পথপ্রদর্শক আপনি স্যার/ম্যাডাম। আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করবেন। আপনার পরামর্শ প্রতি ধাপে মেনে চলার চেষ্টা করি। শুভ শিক্ষক দিবস।

*আপনার শিক্ষা, জ্ঞান এবং ধৈর্য্য আমাদের পথকে আলোকিত করেছে। আপনি শুধু একজন শিক্ষক নন, একজন সত্যিকারের পথপ্রদর্শক।

*আপনাদের মতো শিক্ষকেরা আমাদের স্বপ্নের আর্কিটেক্ট। আপানদের শিক্ষা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে যার জন্য কৃতজ্ঞ আমরা। শুভ শিক্ষক দিবস।
আমাদের এই তরুণ মনের প্রতি আপনার দয়া এবং ধৈর্য্য সত্যি প্রশংসনীয়। শেষ না হওয়া শিক্ষার এই যাত্রাকে আনন্দদায়ক করে তোলার জন্য ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস।

*শিক্ষার প্রতি আপনার অটুট নিবেদন কেবল আমাদের অনুপ্রাণিত করেনি বরং ভালো ব্যক্তিতে রূপান্তরিত করেছে। একজন অসাধারণ পরামর্শদাতাকে আমার তরফ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।

*আমাদের এই তরুণ মনের প্রতি আপনার দয়া এবং ধৈর্য্য সত্যি প্রশংসনীয়। শেষ না হওয়া শিক্ষার এই যাত্রাকে আনন্দদায়ক করে তোলার জন্য ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস।

শিক্ষক দিবসের কিছু অসাধারণ বাণী :

” যতদিন বাঁচি ,
ততদিন শিখি “- এইটি জগতের সর্বোত্তম লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

*সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের নিজদের জন্য চিন্তা করতে সাহায্য করে – সর্বপল্লী রাধাকৃষ্ণন

*শিক্ষকতা একটি মহত পেশা যা একজন ব্যক্তির চরিত্র, দক্ষতা এবং ভবিষ্যৎ গঠন করে। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক হিসাবে মনে রাখে তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় সম্মান – এপিজে আব্দুল কালাম

*প্রযুক্তি একটি হাতিয়ার মাত্র, বাচ্চাদের এক সঙ্গে কাজ করা এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ – বিল গেটস

*সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের নিজদের জন্য চিন্তা করতে সাহায্য করে – সর্বপল্লী রাধাকৃষ্ণন
যারা বাচ্চাদের ভালভাবে শিক্ষিত করে তারা তাদের থেকে বেশি সম্মানিত হয় যারা তাদের পৃথিবীতে এনেছেন। কারণ তারাই তাদের জীবন দিয়েছে – এরিস্টটল
সৃজনশীল অভিব্যক্তি এবং জ্ঞানে আনন্দ জাগ্রত করা শিক্ষকের সর্বোচ্চ শিল্প – অ্যালবার্ট আইনস্টাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here