Sourav-Shah: ‌শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন শাহ!‌ সঙ্গে থাকার কথা শুভেন্দুর

0
605

দেশের সময় ওয়েবডেস্কঃ সবকিছু পরিকল্পনা মাফিক চললে শুক্রবার রাতেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর সঙ্গে সৌরভের বাড়িতে যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তেরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগেই বিষয়টি ঠিক হয়েছিল বলে বৃহস্পতিবার বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে শুধু রাজ্য স্তরের কিছু শীর্ষনেতা ওই সফরের কথা জানেন। তবে তাঁরাও প্রকাশ্যে মুখ খোলেননি।

বৃহস্পতিবার রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্তর সৌরভের বেহালার বাড়িতে যাওয়ার কথা। শুক্রবার অমিত শাহ থাকবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ পত্নী ডোনা।

বিজেপি সূত্রে খবর, প্রথমে ঠিক ছিল, শুধু অমিত শাহই সৌরভের বাড়িতে নৈশভোজে যাবেন। কিন্তু বৃহস্পতিবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, শাহর সঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুও সৌরভের বাড়িতে যাবেন। যাওয়ার কথা স্বপনেরও। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির তরফে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে যোগাযোগ করা হয়েছে। বেহালায় সৌরভের বাড়ির ঠিকানার নিরাপত্তার দায়িত্ব নাকি নিজেদের কাঁধে নিতে চাইছে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ।

তা থেকেই জল্পনা বিসিসিআই সভাপতির বাড়ি যেতে পারেন শাহ।  এটা ঘটনা, অমিত শাহর সঙ্গে সৌরভের ব্যক্তিগত সম্পর্ক ভাল। অমিত পুত্র জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভের ডেপুটি। ২০১৯ সালে একবার দিল্লিতে অমিত শাহর বাড়িতেও গিয়েছিলেন বিসিসিআই সভাপতি। বিজেপির একটি সূত্রের দাবি, অমিত শাহ নিজেই সৌরভের বাড়িতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। 

সেই মতোই বার্তা পৌঁছয় বেহালায়। তারপর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়েছে। এখন দেখার শুক্রবার সৌরভের বেহালার বাড়িতে অমিত শাহ যান কিনা। 

Previous articleAmit Shah: : সীমান্তে অনুপ্রবেশ, চোরা চালান আটকাতে বাংলায় অনুকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরী হবে খুব শিগগিরিই, শাহ
Next articleMamata-Amit Shah: আগুন নিয়ে খেলবেন না, বাংলা নিয়ে ভাবার দরকার নেই,মমতার কড়া হুঁশিয়ারি শাহকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here