দেশের সময়, কলকাতা: ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ এখন বলিউডে আলোচনার কেন্দ্রে রয়েছে ৷ সেই ছবির প্রমোশন করার পাশাপাশি, ছবির একটি গান লঞ্চ করতে সোমবার দুপুরবেলা কলকাতার পাঁচতারা হোটেল জে.ডাব্লু.ম্যারিয়টে উপস্থিত হয়েছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। সঙ্গে ছিলেন চুর্ণী গাঙ্গুলী এবং টোটা রায় চৌধুরী।

কলকাতা শহরে বলিউডের এই দুই তাবড় অভিনেতা-অভিনেত্রীকে স্বাগত জানানোর জন্য বিপুল আয়োজন করা হয়। এদিন লঞ্চ করা হয় এই ছবিরই ৷

ধর্মা প্রোডাকশনের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও আপলোড করা হয়, যেখানে দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি দিয়ে বানানো হার্ট শেপের মাঝে আলিয়া-রণবীর দাঁড়িয়ে আছে এবং পিছনে লঞ্চ হওয়া নতুন গানটি বাজছে। আলিয়া ভাটকে দেখা যায় একটি সুন্দর গোলাপি রঙের শাড়িতে আর রণবীর সিং-কে পুরো সাদা পোশাকে।

এমনকী একটি প্রেস কনফারেন্সের আয়োজনও করা হয় এদিন। শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, তার আগে জমিয়ে প্রোমোশন করছেন ছবির সঙ্গে যুক্ত থাকা কলাকুশলীরা। গাল্লি বয়ের রনবীর-আলিয়ার কেমেস্ট্রির পর এবার অপেক্ষা রকি অউর রানী কি প্রেম কাহানির।  

আসছে শুক্রবার ছবি মুক্তি। তার আগেই সেন্সর বোর্ড থেকে ‘ইউএ’ সার্টিফিকেট পেল করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। তবে ছবি থেকে বেশ কিছু দৃশ্য, সংলাপ বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কিছু গালিগালাজ, একটি বিদেশি মদের ব্র্যান্ডের নাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করা এক সংলাপ কেটে ফেলা হয়েছে ছবি থেকে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অথবা সিবিএফসি সূত্রে খবর, ছবিতে একাধিকবার ব্যবহার করা একটি কটুশব্দ পাল্টানো হয়েছে। অন্যদিকে পানীয় রাম -এর বিখ্যাত ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’ বদলে ‘বোল্ড মঙ্ক’ করা হয়েছে। এছাড়াও বাদ গিয়েছে লোকসভার একটি রেফারেন্স এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এক বিখ্যাত সংলাপ। এছাড়াও অন্তর্বাসের দোকানের একটি সংলাপ বদলানোর নির্দেশ দিয়েছে সিবিএফসি। বলা হয়েছে, সেই সংলাপটি মহিলাদের অবমাননা করেছে। দেখুন ভিডিও

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। বলিউডে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য উপহার হিসাবে এই ছবিটি নিয়ে এসেছেন করণ। সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে রণবীর সম্প্রতি বলেছিলেন, এই চলচ্চিত্র ‘কভি খুশি কভি গম’-এর নস্ট্যালজিয়া ফিরিয়ে আনবে। আমরা সবাই সেই চেষ্টাই করেছি। রণবীর-আলিয়া ছাড়াও এখানে দেখা যাবে, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমির মত বলি তারকাদের। এছাড়াও টলিউড থেকে রয়েছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here