দেশের সময় ওয়েবডেস্কঃ আষাঢ়- শ্রাবণ মাসের খরা তাহলে কাটতে চলেছে। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। টানা বৃষ্টি হলে ঘাটতি কিছুটা হলেও কমবে বলে অনুমান আবহবিদদের। সপ্তাহের শুরু দিনেই দিনভর বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃষ্টির আকাল আপাতত ঘুচবে। বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও। ভ্যাপসা গরমে আপাতত স্বস্তি মিলবে।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় পাহাড়ের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে। আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি অক্ষরেখা বালুরঘাটের ওপর দিয়ে গেছে। এর জেরেই বৃষ্টি বাড়বে পাহাড়ে।

সোমবার শহরের আকাশে কালো মেঘের ঘনঘটা। দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায়। তবে ভারী বৃষ্টি হলেও এখনই কাটছে না অস্বস্তি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকনবে ভ্যাপসা গরম। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশ। যদিও তা অনুভূত হবে ৯২ শতাংশ। গতকাল শহরের তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলেই জানানো হয়েছে। তাপমাত্রাও কমতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টি বাড়বে। কোচবিহার, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আষাঢ়- শ্রাবণে সাধারণত বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকে। কিন্তু এবার সেই বৃষ্টির পরিমাণই কম। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার কলকাতা সহ সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। জলে থৈ থৈ ছিল শহরের বেশ কিছু এলাকা। একটানা বৃষ্টিতে জল জমে যায় সুকিয়া স্ট্রিট, চিত্তরঞ্জন অ্য়াভিনিউতে। যানজটে ভোগান্তি বাড়ে। সোমবার সকালেও বৃষ্টি হয়েছে শহরে৷ এখন দেখার আষাঢ়- শ্রাবণ মাসের খরা কাটেকিনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here